Friday, May 17, 2024
HomeBreaking NewsVirat Kohli | স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত বিরাট কোহলি

Virat Kohli | স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত বিরাট কোহলি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্যার গারিফিল্ড সোবার্স ট্রফির (Sir Garfield Sobers Trophy) জন্য মনোনীত হলেন বিরাট কোহলি। পুরুষদের ক্রিকেটে ২০২৩ সালের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বিরাট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে যে চারজনের নাম মনোনীত হয়েছে তাতে বিরাট ছাড়াও রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও প্যাট কামিন্স।

বিরাট কোহলি (Virat Kohli) চলতি বছরেই বর্ডার-গাওস্কর ট্রফিতে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। যা ছিল কোহলির ২০১৯ সালের পর প্রথম টেস্ট সেঞ্চুরি। এছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও (Worldcup) তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি। টুর্নামেন্টে ১১টি ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৭৬৫ রান, যার মধ্যে ছিল ৬টি অর্ধশতরান এবং তিনটি শতরান। ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ৫০ সেঞ্চুরি করে শচীনকে টেক্কা দিয়েছেন তিনি। এছাড়া সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ডও ভেঙেছেন কিং কোহলি। অন্যদিকে, জাদেজার (Ravindra Jadeja) পারফরম্যান্সও সকলের মন ছুঁয়ে যায়। বল হাতে ৬৬ উইকেট তুলেছেন জাদেজা। ব্যাট হাতেও ৬১৩ রান করেছেন ৩৫ ম্যাচ খেলে। বর্ডার গাওস্কর ট্রফিতে ২২ উইকেট নিয়েছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড (Travis Head)। গত বছর ৩১টি ম্যাচ খেলে ১,৬৯৮ রান করেছিলেন হেড। পাশাপাশি, ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতা কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে জুনে ওভালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

0
মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের...

Most Popular