রাজ্য

লোকসভা ভোটের মুখে শুরু গঙ্গারামপুর-বুনিয়াদপুর রেলস্টেশন সংস্কারের কাজ, সূচনা করলেন সুকান্ত

গঙ্গারামপুরঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনের একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করা হল রবিবার। এই কাজের শিলান্যাস করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। রেলের এই অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতা উপস্থিত থাকলেও দেখা যায়নি শাসকদলের নেতা মন্ত্রীদের। রেলের এই উন্নয়নমূলক কর্মযজ্ঞকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গারামপুর রেলস্টেশনকে। এর মধ্যে রয়েছে, স্টেশনের সৌন্দর্যায়ন, প্ল্যাটফর্ম নির্মাণ, লুপ লাইন, ফুট ওভারব্রিজ এবং পুনর্ভবা নদীর ওপর ফুট ব্রিজের। গঙ্গারামপুর ছাড়াও বুনিয়ানপুর রেল স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রেল। এখানেও কয়েক কোটি টাকা ব্যায়ে হবে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, স্টেশনের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন হবে। এদিন এই সমস্ত কাজের শিলান্যাস করেন সুকান্ত মজুমদার।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বিগত পাঁচ বছরে রেলের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে বালুরঘাট নবদ্বীপ ট্রেন চলাচল, ট্রেনের অত্যাধ্যুনিক সিগন্যালিং ব্যবস্থা, বৈদ্যুতিকরণ, সিক লাইন, পিট লাইনের কাজ, বালুঘাট-হিলি রেল প্রকল্পের একাধিক কাজ হয়েছে। পাশাপাশি আগামী দিনে জেলার রেল পরিকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন করা হবে বলে জানান সাংসদ। বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। জেলাবাসীর দাবি মেনে প্রতিটি কাজের জন্য রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। সেই আবেদনে রেলমন্ত্রী সারা দিয়েছেন বলেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশন সাজানোর কাজ শুরু হল।

জেলায় নতুন রেল চলাচল প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার জানান, শিয়ালদা রেল স্টেশনে প্ল্যাটফর্ম নিয়ে সমস্যা হচ্ছে। ফলে আমাদের নতুন রেল চলাচলের সূচনা করতে অসুবিধা হচ্ছে। গৌড় লিংক চালাতেও সমস্যা হচ্ছে। আমরা রেলমন্ত্রীর কাছে বালুরঘাট- শিয়ালদা সরাসরি ট্রেনের দাবি করেছি। আশা করছি খুব দ্রুত সেই ট্রেন চালু হবে। নতুন ট্রেন চালু হলে গৌড় এক্সপ্রেসের বিভিন্ন সমস্যার সমাধান হবে।

সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুদরাই টুডু সহ একগুচ্ছ বিজেপি নেতৃত্ব।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

তিনিই শেষে আজও মিলিয়ে দিয়ে যান

সুমনা ঘোষদস্তিদার বাজারে ঢোকার মুখে তার গা-ঘেঁষে গিয়েছে সরু ঘিঞ্জি গলি। গলিতে ঢুকতেই সার সার…

10 mins ago

Siliguri | আচমকাই টোটোর ওপর ভেঙে পড়ল গাছ, আহত স্কুটার চালক

শিলিগুড়ি: আচমকাই ভেঙে পড়ল একটি বড় গাছ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ডন বসকো মোড় এলাকায়।…

15 mins ago

তাঁর জন্মদিন এক অর্থে আমাদেরও

  পবিত্র সরকার   ধর্মের বাইরেও উৎসবের একটি চাহিদা আছে।  গ্রামে গ্রামান্তরে নৌকাবাইচ, গোরু-মোষের দৌড়,…

15 mins ago

Lok Sabha Election 2024 | বিক্ষিপ্ত সন্ত্রাস! মালদায় বিরোধী এজেন্টকে বাধা, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ

মানিকচক: ভোট শুরু হতেই বিক্ষিপ্ত সন্ত্রাসের অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগের তীর মূলত শাসকদল তৃণমূল…

56 mins ago

Theft | সোনাপুরে ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ

সোনাপুর: আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর চৌপথিতে একটি বাড়িতে চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য…

1 hour ago

Indian Railways | অপচয় রোধে পদক্ষেপ, এবার থেকে যাত্রীদের হাফ লিটারের জলের বোতল দেবে রেল

শিলিগুড়ি: কিছুটা পান করে বাকি জল ফেলে দেওয়ার দিন শেষ হচ্ছে রেলে। জল অপচয় রোধের…

2 hours ago

This website uses cookies.