Monday, April 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গলোকসভা ভোটের মুখে শুরু গঙ্গারামপুর-বুনিয়াদপুর রেলস্টেশন সংস্কারের কাজ, সূচনা করলেন সুকান্ত

লোকসভা ভোটের মুখে শুরু গঙ্গারামপুর-বুনিয়াদপুর রেলস্টেশন সংস্কারের কাজ, সূচনা করলেন সুকান্ত

গঙ্গারামপুরঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনের একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করা হল রবিবার। এই কাজের শিলান্যাস করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। রেলের এই অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতা উপস্থিত থাকলেও দেখা যায়নি শাসকদলের নেতা মন্ত্রীদের। রেলের এই উন্নয়নমূলক কর্মযজ্ঞকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গারামপুর রেলস্টেশনকে। এর মধ্যে রয়েছে, স্টেশনের সৌন্দর্যায়ন, প্ল্যাটফর্ম নির্মাণ, লুপ লাইন, ফুট ওভারব্রিজ এবং পুনর্ভবা নদীর ওপর ফুট ব্রিজের। গঙ্গারামপুর ছাড়াও বুনিয়ানপুর রেল স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রেল। এখানেও কয়েক কোটি টাকা ব্যায়ে হবে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, স্টেশনের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন হবে। এদিন এই সমস্ত কাজের শিলান্যাস করেন সুকান্ত মজুমদার।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বিগত পাঁচ বছরে রেলের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে বালুরঘাট নবদ্বীপ ট্রেন চলাচল, ট্রেনের অত্যাধ্যুনিক সিগন্যালিং ব্যবস্থা, বৈদ্যুতিকরণ, সিক লাইন, পিট লাইনের কাজ, বালুঘাট-হিলি রেল প্রকল্পের একাধিক কাজ হয়েছে। পাশাপাশি আগামী দিনে জেলার রেল পরিকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন করা হবে বলে জানান সাংসদ। বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। জেলাবাসীর দাবি মেনে প্রতিটি কাজের জন্য রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। সেই আবেদনে রেলমন্ত্রী সারা দিয়েছেন বলেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশন সাজানোর কাজ শুরু হল।

জেলায় নতুন রেল চলাচল প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার জানান, শিয়ালদা রেল স্টেশনে প্ল্যাটফর্ম নিয়ে সমস্যা হচ্ছে। ফলে আমাদের নতুন রেল চলাচলের সূচনা করতে অসুবিধা হচ্ছে। গৌড় লিংক চালাতেও সমস্যা হচ্ছে। আমরা রেলমন্ত্রীর কাছে বালুরঘাট- শিয়ালদা সরাসরি ট্রেনের দাবি করেছি। আশা করছি খুব দ্রুত সেই ট্রেন চালু হবে। নতুন ট্রেন চালু হলে গৌড় এক্সপ্রেসের বিভিন্ন সমস্যার সমাধান হবে।

সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুদরাই টুডু সহ একগুচ্ছ বিজেপি নেতৃত্ব।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

polls are over, party flags are still festooned across the city

Siliguri | ভোট শেষ, শহরজুড়ে এখনও দলীয় পতাকা-ফেস্টুন

0
সাগর বাগচী, শিলিগুড়ি: প্রার্থীদের হয়ে প্রচারের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে রাস্তাঘাটে পতাকা, ফেস্টুন, ব্যানার লাগানো হয়েছিল। লেখা হয়েছিল দেওয়ালেও। দার্জিলিং লোকসভা কেন্দ্রে শুক্রবার...

Accident | বিয়ের আনন্দ ঢাকা পড়ল শোকের ছায়ায়, বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু...

0
কিশনগঞ্জঃ বিয়ের আনন্দ নিমেষে কেড়ে নিল ভয়াবহ পথ দুর্ঘটনা। নেমে এই গভীর শোকের ছায়া। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল কিশনগঞ্জে। বিয়ে করে...
Over a thousand illegal liquor busted in Siliguri

Siliguri | শিলিগুড়িতে হাজারের বেশি অবৈধ মদের ঠেক, টাকা তুলছে পুলিশ, কটাক্ষ আবগারি কর্তার

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: মধ্যরাতে বাড়ির টিনের দরজায় টোকা। সাংকেতিক ভাষায় ভেসে আসে, ‘অমুকের একটা ফুল চাই।’ কে চাইল তা জানাটা জরুরি নয়, তাই মুখ...

Women Voters | বালুরঘাটে পুরুষদের টেক্কা দিয়েছে মহিলা ভোটাররা, কোন দলের ভাগ্যে শিকে...

0
বালুরঘাট: বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় বেশি ভোট দিয়েছেন মহিলা ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্য সে কথাই বলছে। বালুরঘাট কেন্দ্রে এবার মোট ভোট পড়েছে...

Dakshin Dinajpur | ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

0
গঙ্গারামপুর: ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের জেরে ঘুরছে না পাখা। পাম্প মেশিন দিয়ে উঠছে না জল। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এমন অভিযোগ তুলে...

Most Popular