জামালদহ: দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে আধাসেনায় কর্মরত ছিলেন। কর্মজীবন শেষ করে রবিবার বাড়ি ফিরতেই অবসরপ্রাপ্ত আধাসেনা কর্মীকে ঘিরে উল্লাসে মাতল পরিবার পরিজন সহ গোটা গ্রামের মানুষ। চোখে আনন্দাশ্রু নিয়ে স্বাগত জানাল সকলে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ সুপারমার্কেট সংলগ্ন ১৬৫ উছলপুকুরি এলাকার বাসিন্দা পরেশচন্দ্র বর্মন।
দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে সিআরপিএফ-এ কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে তিনি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে আধাসেনায় যোগ দেন। চাকরি সূত্রে জম্মু ও কাশ্মীর, মণিপুর, অরুণাচল সহ দেশের নানান প্রান্তে থাকাকালীন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এমনটাই জানান পরেশবাবু। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে। রবিবার সকালে জামালদহে আসতেই পরেশবাবুকে মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান প্রিয়জনেরা।