উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে তিনি বন্দি প্রেসিডেন্সি জেলে। নাম জড়িয়েছে নিয়োগ মামলায়। এখনও পর্যন্ত রাজ্যে নিয়োগ মামলায় যারা যারা জেলে গিয়েছেন তাঁদের নানান রকম বক্তব্য শুনে এসেছেন বিচারক তথা রাজ্যের মানুষ। কিন্তু যার কথা বলা হচ্ছে তিনি বিচারকের কাছে চেয়ে বসলেন আংটি, পৈতে ও মাদুলি।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।মঙ্গলবার বিচারকের কাছে এসবই চাইলেন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য।
এদিন আদালতে দাঁড়িয়ে বিচারককে মানিক ভট্টাচার্য বলেন, ‘গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে যেদিন আমি গ্রেপ্তার হয়েছিলেম সেদিন ইডি অফিসাররা তাঁদের অফিস থেকে আমার আংটি, মাদুলি, পৈতে নিয়ে নেয়।একাধিকবার বলেছি।বারবার বলছে দিয়ে দেবে।কিন্তু দেয়নি।’ মানিকের কথা শুনে বিচারক বলেন, ‘আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।’