উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনে উপস্থিত থাকতে না পারলেও সময় করে ঠিকই রামলালা (Ramlalla) দর্শনে যাচ্ছেন বলিউড (Bollywood) তারকারা। কিছুদিন আগেই মার্কিন মুলুক থেকে দেশে ফেরার পর স্বামী নিক ও মেয়ে মালতীকে নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। এবার দুই পুত্রকে নিয়ে অযোধ্যায় রামলালা দর্শন করলেন বলিউডের তারকা দম্পতি রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh) ও জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)। গত ২০ এপ্রিল সপরিবারে রাম মন্দিরে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রীতেশ ও জেনেলিয়া। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন, ‘মন্ত্রের থেকেও বড় তোমার নাম। জয় শ্রী রাম।’
View this post on Instagram
২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব, তারপর প্রেম। টানা ৯ বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন রীতেশ ও জেনেলিয়া। বর্তমানে তাঁদের দুই পুত্রসন্তান রিয়ান ও রাহিল।