পারডুবি: মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কে দুর্ঘটনা। মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বছর ৭৩-এর ক্ষিতেন্দ্র বর্মন বরাইবাড়ি চৌপথি থেকে বাড়ি ফিরছিলেন। হিন্দুস্তান মোড়ের দিক থেকে ফালাকাটার অভিমুখে আসা একটি বাইক তাঁকে মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কের বরাইবাড়ি সংলগ্ন এলাকায় ধাক্কা মারে। বাইকচালক নরেন কুণ্ডু(৩৬)ও ছিটকে পড়েন। দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্ষিতেন্দ্র বর্মনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত বাইকচালক মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।