রাজ্য

Road block | সরকারি বাসের ধাক্কায় মৃত্যু কৃষকের, প্রতিবাদে দেহ রাস্তায় রেখে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

চাঁচলঃ মঙ্গলবার চাঁচলের পাহাড়পুরে বাইপাসে সরকারি বাসের ধাক্কায় (Bus accident) গুরুতর আহত হয়েছিলেন শাওরগাছির বাসিন্দা হাসিরুদ্দিন(৫৫)। চাঁচল থেকে প্রথমে মালদা এবং পরবর্তীতে চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে হাসিরুদ্দিনের মরদেহ চাঁচলে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শবদেহবাহী গাড়িতেই মৃতদেহ রেখে বাইপাসে দুর্ঘটনাস্থলের কাছে ৮১ নং জাতীয় সড়ক অবরোধ (Road Block) করে চলতে থাকে বিক্ষোভ। বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। সকাল ছটা থেকে শুরু হয় এই বিক্ষোভ। দীর্ঘ পাঁচ ঘন্টা বিক্ষোভ চলার পর এগারোটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এই বিক্ষোভের জেরে জতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। চাঁচল থেকে মালদাগামী যাত্রীবাহী বাসগুলো আটকে পড়ে। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ বারবার দুর্ঘটনা ঘটলেও সরকারি বাসের বেপরোয়া গতিতে লাগাম নেই। সরকারি বাসের চালকরা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে। সঙ্গে ঘাতক বাসের চালকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। চাঁচল থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবেশী আবদুল রোফ বলেন,” উনি চাষের জমি দেখতে যাচ্ছিলেন সাইকেলে করে। সরকারি বাস ভুল দিকে এসে সামনাসামনি ধাক্কা মারে। বাসের চালকের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।”

স্থানীয় আলেম খাতুনের দাবি, “শুধুমাত্র বাসের চালকের ভুলের জন্য এভাবে একটা মানুষ মারা গেল। পরিবারের আর্থিক অবস্থাও খারাপ। প্রশাসনের উচিত ক্ষতিপূরণ দেওয়া।” মৃতের ছেলে সাহেব আলী জানান,” যে বাসচালকের ভুলে আমার বাবা মারা গেল তার শাস্তি চাই। বাবা নিজের দিক দিয়ে যাচ্ছিল। বাসটাই ভুল দিক থেকে এসে ধাক্কা মেরেছে। তাই আজ আমরা প্রতিবাদ করছি।”

জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন বলেন, “আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছি। প্রশাসনিকভাবে নিয়ম অনুযায়ী যা যা সাহায্য পাওয়া যায় সেটা ওই পরিবার পাবে। সঙ্গে পরিবারের একজনের চাকরির বিষয় নিয়েও ভাবছি আমরা।”চাঁচল থানার পুলিশ জানিয়েছে, সমগ্র ঘটনা নিয়ে তদন্ত চলছে। কোন বাসে দুর্ঘটনা ঘটেছিল সেটা আমরা খতিয়ে দেখছি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Alipurduar | শতায়ু শিরীষই শিশুবাড়ির ‘এয়ার কুলার’

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: বৃক্ষ তোমার নাম কী? ফলেই পরিচয়। দেখেই শ্রদ্ধা হয় এমনই মনোভাবের…

15 mins ago

No dues certificate | ‘নো ডিউজ’ নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কমিশনের, পদত্যাগের ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে শংসাপত্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘নো ডিউজ’ সার্টিফিকেট জমা দিতে না পারায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে…

27 mins ago

Kunal Ghosh | ‘পুরোনো সেই দিনের কথা’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কুণালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে কুণাল ঘোষের…

37 mins ago

উত্তরবঙ্গের মুনিয়ারা বাঁচুক নিজেদের ভুবনে

দ্যুতিমান ভট্টাচার্য গত সেপ্টেম্বরে কোচবিহার জেলায় কাজে যোগদান করি। হাওড়া-কলকাতার ভিড়-ধোঁয়া থেকে আমূল পরিবর্তন। এক…

1 hour ago

Madhyamik | মাধ্যমিকে আদিবাসী ছাত্রীর নজরকাড়া ফল, চরম আর্থিক অনটনেও ডাক্তার হওয়ার স্বপ্ন সুদীপার চোখে

কুমারগঞ্জঃ চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল করল এক আদিবাসী ছাত্রী। দরিদ্র পরিবারের এই…

1 hour ago

নিশ্চয়তার মধ্যেও অস্থিরতা সর্বত্র

রূপায়ণ ভট্টাচার্য কলকাতা কোনওদিন লন্ডন হবে না। ভারতের মানুষের অচ্ছে দিনও আসবে না। লোকসভা ভোট…

1 hour ago

This website uses cookies.