Thursday, May 16, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারসরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোয় মিলল রাস্তার আশ্বাস

সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোয় মিলল রাস্তার আশ্বাস

ফালাকাটা: স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। তবে সরাসরি মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করাতে সমস্যার সমাধান হতে চলেছে। ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের শিশাগোড় ব্যাংকপাড়া, মুসলিমটারি হয়ে বালুরঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিমি বেহাল রাস্তার কাজের জন্য দেড় কোটিরও বেশি টাকা অর্থ বরাদ্দ হয়েছে। জেলা পরিষদের তরফেই এমন খবর এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই পাকা রাস্তার কাজ শুরু হবে।

আলিপুরদুয়ার জেলা পরিষদের ফালাকাটার ১৫ নম্বর আসনে জেতা সদস্য তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়ের কথায়, ‘স্থানীয়দের তরফে সরাসরি মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করায় ওই পাঁচ কিমি রাস্তার কাজের জন্য এসআরডিএ(স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি) এস্টিমেট কস্ট হিসেবে প্রায় এক কোটি ৬৪ লক্ষ টাকা ধরেছে। এখন দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই পাকা রাস্তার কাজ শুরু হবে।’ এই বিষয়টি স্থানীয় বাসিন্দাদের একাংশকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে লোকসভা নির্বাচনের আগে এমন কাজ ভোটের স্বার্থেই বলে বিজেপির দাবি।

বিজেপির ফালাকাটা-৩ নম্বর মণ্ডল সভাপতি ভবেশচন্দ্র বালোর কথায়, ‘এই রাস্তায় কাজ হোক, সেই দাবি আমাদেরও। আগেও বহুবার প্রশাসনকে জানানো হয়। কিন্তু এখন যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই ভোটের চমক দিতেই এমন উদ্যোগ হতে পারে।’ এদিকে তৃণমূলের ফালাকাটা-২ অঞ্চল সভাপতি দীপক সরকারের বক্তব্য, ‘উন্নয়নের কাজের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। ধারাবাহিক উন্নয়ন চলছে। কিন্তু বিজেপির বিধায়ক, সাংসদরা তো এতদিনেও একটি উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারেননি।’

তবে স্থানীয়রা জানান, দ্রুত এই রাস্তার কাজ শুরু হোক। কারণ, গ্রামীণ এই রাস্তার সঙ্গে ফালাকাটা-আলিপুরদুয়ারগামী সড়কের সংযোগ রয়েছে। রাস্তাটি শিশাগোড় বাসস্ট্যান্ড থেকে দক্ষিণদিকে ব্যাংকপাড়া, মুসলিমটারি হয়ে বালুরঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিমি। এলাকায় কৃষিজীবি মানুষের বসবাস। বর্ষায় রাস্তার খানাখন্দে জল যাতায়াতে ভোগান্তি হয় সবার। তাই এই পাকা রাস্তার কাজ হলে এলাকার বহু মানুষের যাতায়াতে সুবিধা হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CM Mamata Banerjee | ‘নন্দীগ্রামের বদলা আমি নেবই’, চ্যালেঞ্জ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তমলুকে ২৪-এর লোকসভা ভোটের প্রচারে এসে নন্দীগ্রামের ২০২১ সালের ভোটের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।...

Coochbehar Police | প্রবীণ নাগরিকদের সহযোগিতায় ‘সম্মান’ প্রকল্প চালু পুলিশের

0
কোচবিহার: প্রবীণ নাগরিকদের সহযোগিতার জন্য বিশেষ প্রকল্প চালু করল কোচবিহার জেলা পুলিশ। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সম্মান’। বৃহস্পতিবার পুলিশ লাইনের কনফারেন্স হলে এই...

Alipurduar | রাজবংশী সংস্কৃতিকে তুলে ধরে ফ্যাশন শোয়ের আয়োজন বিষুয়া উৎসবে

0
শামুকতলা: রাজবংশীদের অন্যতম পার্বণ বিষুয়া উৎসব। সোমবার থেকে দু’দিনব্যাপী বিষুয়া উৎসবে মেতে উঠলেন আলিপুরদুয়ার (Alipurduar) জেলার রাজবংশী (Rajbanshi) জনজাতির মানুষ। নতুন প্রজন্মের কাছে এই...
rape-case

Sandeshkhali | রাতের অন্ধকারে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ!তৃণমূল নেতার বিরুদ্ধে FIR দায়ের সন্দেশখালি থানায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের (Attempt to rape) চেষ্টার অভিযোগে এফআইআর (FIR) রুজু করে তদন্তে নামল পুলিশ...

Supreme Court | ইডির ক্ষমতা খর্ব, অভিযুক্তের গ্রেপ্তারি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র (ED) ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপের মামলায় (Money...

Most Popular