Thursday, May 9, 2024
HomeTop Newsরাষ্ট্রসংঘের জেনেভা সম্মেলনে ডাক পেলেন কিশনগঞ্জের রোশনি, বক্তব্য রাখবেন বাল্যবিবাহ নিয়ে

রাষ্ট্রসংঘের জেনেভা সম্মেলনে ডাক পেলেন কিশনগঞ্জের রোশনি, বক্তব্য রাখবেন বাল্যবিবাহ নিয়ে

কিশনগঞ্জঃ বাল্য বিবাহ রুখতে নিত্যদিন গ্রাম থেকে গ্রামান্তরে দৌড়ে বেড়ান মেয়েটি। গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের বোঝান বাল্য বিবাহের কুফল। আর তাঁর এই কর্মকাণ্ডই তাঁকে পৌঁছে দিল বিশ্বের দরবারে। বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছে রাষ্ট্রসংঘের একটি সম্মেলনে। তিনি হলেন কিশনগঞ্জ শহরের অদূরে শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা রোশনি পারভিন।

আগামী ১৬ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রসংঘ আয়োজন করেছে ইয়ং অ্যাক্টিভিস্টস সামিট। সেখানে নারী ও শিশুকল্যান নিয়ে বক্তব্য রাখতে ডাক পেয়েছেন গোটা বিশ্বের মোট ৫জন মহিলা, যারা দীর্ঘদিন ধরে নারী ও শিশু কল্যানে কাজ করে আসছেন সাফল্যের সঙ্গে। সেই সম্মেলনে ডাক পেয়েছেন কিশনগঞ্জের শিমুলবাড়ির বাসিন্দা রোশনি পারভিন। ইতিমধ্যেই জেনেভা থেকে আমন্ত্রণপত্র চলে এসেছে রোশনির হাতে। ভারতের একমাত্র প্রতিনিধি রোশনি ছাড়াও রয়েছেন অন্য চার দেশের চার প্রতিনিধি।

জানা গিয়েছে, রোশনি পারভিন অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তিনি নিজেও বাল্য বিবাহের শিকার। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে তাঁর জীবন সংগ্রাম। নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাল্যবিবাহের কুফল। আর সে কারণেই বাল্যবিবাহের কুফল রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে সচেতনতার কাজ শুরু করে দেন রোশনি। ২০১৮ সালে চাইল্ড লাইনের সঙ্গে তিনি যুক্ত হন। শুরু করেন বিহারের আর্থ সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া এলাকায় বাল্যবিবাহের কুফল নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে। এই কাজ করতে গিয়ে রোশনিকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে বিভিন্ন সময়ে।

তবুও তাঁর মহৎ উদ্দেশ্য থেকে পিছিয়ে আসেননি রোশনি পারভিন। চাইল্ড লাইনের হয়ে কাজ করতে করতেই ২০১৯ সালে তিনি যোগ দেন ইউনেসকোর বাল্য বিবাহ রোধ সংক্রান্ত প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে। আর সেখানে দলিত সমাজের বাল্য বিবাহ রোধে সফলতার সঙ্গে কাজ করেন। এই কাজের জন্যে তিনি জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্মানিত হন। শুধু বাল্যবিবাহ রোধই নয়, এমনকি বিবাহিতা ড্রপ আউট নাবালিকাদের স্কুল মুখী করেন তৎপরতার সঙ্গে।

এর মধ্যেই বিশ্ব স্তরে ইয়ং অ্যাক্টিভিস্টস সামিটে বাল্যবিবাহ নিয়ে বিশ্বের দরবারে বক্তব্য রাখতে রোশনিকে সুযোগ দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের একটি প্রতিনিধি দল সম্প্রতি কিশনগঞ্জে এসে রোশনির কাজকর্ম খতিয়ে দেখেন। তারপরই রাষ্ট্রসংঘ রোশনিকে সামিটে অংশগ্রহনের সুযোগ দেন। জানা গিয়েছে জেনেভায় আয়োজিত এই সামিটে রোশনি বক্তব্য রাখবেন ভারত ও সীমান্তবর্তী এলাকায় বাল্য বিবাহের কুফল ও বর্তমান অবস্থা নিয়ে। জেনেভার এই সামিটে যাতায়াত থাকা-খাওয়ার যাবতীয় বন্দোবস্ত করবে রাষ্ট্রসংঘ।

কিশনগঞ্জ লাগোয়া শিমুলবাড়ীর অতি সাধারণ পরিবারের মেয়ে রোশনির আলোয় দেশ আলোকিত হতে চলেছে বলে সবাই সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা। রাষ্ট্রসংঘের জেনেভা সম্মেলনে সুযোগ পাওয়া আগামীতে বাল্য বিবাহ নিয়ে কাজ করতে আরও মনোবল বাড়াবে বলে মনে করছেন রোশনি পারভিন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

0
চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে মেয়ে সাবানা ইয়াসমিন। পেশায় রাজমিস্ত্রি মফারজ্জল হক নিজের হাতে...

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

0
মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার আইসি (IC) অরিন্দম ভট্টাচার্য। দিন রাত অপরাধীদের পেছনে দৌঁড়ে...
Doctor sleeps by running AC all night in the clinic, two newborns died due to cold

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

0
শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন বোস রোডে। প্রসঙ্গত,এলাকায় একটি ঘেরা দেওয়া জমি রয়েছে। সেই...

Cattle smuggling case | আলুর বস্তার আড়ালে পাচারের চেষ্টা! ট্রাক সহ ১৪টি গোরু বাজেয়াপ্ত,...

0
ঘোকসাডাঙ্গা: আলুর বস্তার আড়ালে ট্রাকে করে গোরু পাচারের চেষ্টার (Cattle smuggling case) অভিযোগ। ট্রাক সহ ১৪টি গোরু বাজেয়াপ্ত করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ (Ghoksadanga police)।...

Mumbai Indians । হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন মুম্বই দলের অন্দরে, খুশি নন সিনিয়ার ক্রিকেটাররাও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠল মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্দরে। ইতিমধ্যেই আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বই। আর...

Most Popular