Must-Read News

Jalpaiguri | সৈকতের ভয়ে বাড়িছাড়া! ভট্টাচার্য দম্পতির মেয়ে জানালেন পুলিশকে

জলপাইগুড়ি: ‘ভয় ভীতি প্রদর্শন করছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় (Saikat Chatterjee) এবং তাঁর অনুগামীরা।’ এই অভিযোগ এনে শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) পান্ডাপাড়ার বাড়ি ছেড়ে মাসির বাড়ি চলে গেলেন প্রয়াত সুবোধ ভট্টাচার্য এবং অপর্ণাদেবীর একমাত্র মেয়ে তানিয়া। পান্ডাপাড়ায় (Pandapara) নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ বিস্তারিতভাবে পুলিশ এবং প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন তিনি।

ভট্টাচার্য দম্পতির আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল সৈকত চট্টোপাধ্যায় সহ মোট চারজনের বিরুদ্ধে। তদন্ত শেষ করে ইতিমধ্যে পুলিশ চার্জশিট দাখিল করেছে। এই মামলায় চারজনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘মামলাটি আদালতে বিচারাধীন। যে কারণে এই বিষয়ে কোনও মন্তব্য করব না।’

সৈকত বলেন, ‘জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আমি বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচারের জন্য কলকাতায় রয়েছি। প্রতিদিন আমি যা দলীয় প্রচার করছি তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে। উনি না জেনেই ওঁর আইনজীবী এবং বিজেপির কথাতেই আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ করছেন বলে মনে হয়।’

২০২৩ সালের ১ এপ্রিল পান্ডাপাড়ার নিজের বাড়িতে আত্মহত্যা করেছিলেন ভট্টাচার্য দম্পতি। সেই সময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ। যেখানে তঁারা আত্মহত্যায় প্ররোচনার জন্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ, মনোময় সরকার এবং সোনালি বিশ্বাস নামে এক মহিলার নাম লিখেছিলেন। ঘটনার পর মৃতের দিদি তথা ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সুইসাইড নোটে উল্লেখ থাকা চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকেই আত্মসমর্পণ করেন এবং গ্রেপ্তার হন। সৈকত বেশ কয়েক মাস পালিয়ে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন। জেল হেপাজতে থাকার পর অভিযুক্তদের প্রত্যেকেই জামিনে মুক্তি পান। অন্যদিকে, পুলিশও এই মামলা তদন্ত শেষ করে চার্জশিট পেশ করেছে। যেখানে সৈকত সহ বাকিদের নাম উল্লেখ রয়েছে।

নিম্ন আদালতে সৈকতের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোটের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা দায়ের করেন শিখা চট্টোপাধ্যায়। এই মামলাটিও বিচারাধীন অবস্থায় রয়েছে হাইকোর্টে। এই পরিস্থিতিতে এদিন পান্ডাপাড়ার নিজের বাড়ি ছেড়ে ফাটাপুকুরে মাসির বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ভট্টাচার্য দম্পতির একমাত্র কন্যা তানিয়া। যাওয়ার আগে তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ও পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিেয়ছেন। জেলা শাসকের দপ্তর এদিন বন্ধ থাকায় ডাকযোগে তিনি জেলা শাসককে বিষয়টি জানিয়েছেন।

তানিয়া বলেন, ‘বাবা-মায়ের মৃত্যুর পর এই বাড়িতে আমি একা হয়ে গিয়েছি। আমার একা থাকার সুযোগ নিয়ে সৈকত চট্টোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা নিয়মিত আমাকে নানাভাবে ভয় দেখাচ্ছেন। আমি যথেষ্টই আতঙ্কে রয়েছি। এই বাড়িতে আমার একা থাকা যথেষ্ট বিপজ্জনক। যে কারণে আমি বাড়ি ছেড়ে মাসির বাড়ি চলে যাচ্ছি। আমার এই বাড়ি বর্তমানে তালা মারা থাকবে। আমার অনুপস্থিতিতে যাতে বাড়ি ও সম্পত্তি কেউ দখল করতে না পারে তার জন্য আমি চলে যাওয়ার বিষয় বিস্তারিতভাবে পুলিশ এবং প্রশাসনকে জানিয়ে গেলাম।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Oath Controversy | দিল্লির পথে রাজ্যপাল, বিধানসভার বাইরে বোসের অপেক্ষায় সায়ন্তিকা ও রায়াত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সায়ন্তিকা ও রায়াতের শপথ নিয়ে মিলছে না সমাধানসূত্র। একদিকে রাজভবনে (Rajbhawan)…

9 mins ago

Arunachal Pradesh | ফোন ব্যবহার করায় স্কুলের শাস্তি! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ম না মেনে স্কুল চত্বরে ফোন ব্যবহার করেছিল এক ছাত্র। তার…

20 mins ago

Islampur | স্কুল ভবনের নীচ থেকে সরছে মাটি, নির্মাণে দুর্নীতির সন্দেহ অভিভাবকদের

শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: নতুন ভবন তৈরি হয়েছে স্কুলে(School)। সেখানে রয়েছে দুটো ক্লাসরুম এবং একটি বাথরুম।…

22 mins ago

Arjun-Malaika | অর্জুনের জন্মদিনে অনুপস্থিত মালাইকা! বিচ্ছেদের পর বন্ধুত্বেও ইতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শোনা গিয়েছিল সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা…

23 mins ago

Karachi | করাচির রাস্তায় পড়ে একের পর এক দেহ! নেপথ্যে কি মাদকযোগ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের করাচিতে (Karachi) একের পর এক রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।…

39 mins ago

Arvind Kejriwal | কেজরিকে গ্রেপ্তার করল সিবিআই, আদালতেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM…

1 hour ago

This website uses cookies.