Saturday, June 29, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরSand Smuggling | কুলিক-মহানন্দা থেকে অবাধে চলছে বালি পাচার, কাঠগড়ায় প্রশাসন

Sand Smuggling | কুলিক-মহানন্দা থেকে অবাধে চলছে বালি পাচার, কাঠগড়ায় প্রশাসন

হেমতাবাদ: দিনের বেলায় নদী থেকে অবাধে বালি পাচার(Sand Smuggling) হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা সহ ভিন রাজ্যে। হেমতাবাদের বাগরোল ঘাটের কুলিক নদীর বুকে ট্রাক্টরে বালি বোঝাই করে পাচার হচ্ছে হেমতাবাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও। প্রতিদিনই এই ঘটনা ঘটলেও সরকারি তরফে কোনও নজরদারির ব্যবস্থা নেই। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন পরিবেশ সংগঠনগুলি। তাদের অভিযোগ, জল সেচ ও জল সম্পদ দপ্তরের নজরদারির অভাবেই এই পাচারের ঘটনা ঘটছে। যার ফলে বছর বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। কুলিক নাগর মহানন্দা ছাড়াও ডক, বেরন, টাঙ্গন নদীতে(River) এই চুরির ঘটনা নিত্যদিনের।

স্থানীয় মানুষের বক্তব্য, প্রশাসন তৎপরতা বাড়ালে এই পাচার বন্ধ করা যেত। রাজ্য সরকার ও মোটা টাকার রাজস্ব আদায় করতে পারতো। হাতিয়া হাইস্কুলের ভূগোলের শিক্ষক তথা পরিবেশবিদ জগন্নাথ সাহা বলেন, ‘সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বালি পাচারকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।‘ সেচ দপ্তরের এক কর্তা বলেন, ‘অনেক অভিযোগ এসেছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। নদী নজরদারির জন্য যে পরিমাণ কর্মী থাকা প্রয়োজন সেই পরিমাণ না থাকায় যাবতীয় সমস্যার সূত্রপাত। তবে জানতে পেরেছি, যে পরিমাণ নদী থেকে বালি তোলা হচ্ছে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। ফলে প্রতি মাসে মোটা টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের।‘ রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আগেও বৈঠক করা হয়েছে। নজরদারি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তার মাঝেও কারবার চলছে। এই অভিযোগ আসার পর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। পাশাপাশি ডিএলআরও-কে অবগত করা হয়েছে। এছাড়া পুলিশকে ও কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।‘ জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, ‘উত্তর দিনাজপুর জেলায় একাধিক নদী থেকে বালি পাচার হচ্ছে। হেমতাবাদ তার ব্যতিক্রম নয়। জেলা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে।‘

অন্যদিকে, বিহারে বালি পাচার করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম সাদ্দাম হোসেন(৩২), মোবারক শেখ(২০)। দুজনের বাড়ি ইটাহার থানা গুলন্দর ২ গ্রাম পঞ্চায়েতের পাড়াহরিপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik Exam | মাধ্যমিকের সময়সূচি বদল, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ১০ ফেব্রুয়ারি থেকে...

ED Raid in Kolkata | ভোট মিটতেই তৎপর ইডি, আর্থিক প্রতারণা মামলায় কলকাতাজুড়ে শুরু...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজ্যে আবার তৎপর কেন্দ্রীয় সংস্থাগুলি। শনিবার সকালে কলকাতা (Kolkata) এবং শহরতলিজুড়ে একাধিক জায়গায় হানা দেয় ইডি (ED Raid...

Meteli | প্রবল বৃষ্টিতে ঘরের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল...

0
মেটেলিঃ অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচল গোটা পরিবার। আচমকাই ঘরের ওপর ভেঙে পড়ল একটি বড় গাছ। পরিবারের অন্যরা প্রাণে বেঁচে গেলেও...
Districts

West bengal weather update | সক্রিয় মৌসুমী বায়ু, শনি থেকেই হাওয়া বদলের সম্ভাবনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষা (Monsoon) প্রবেশ করলেও রাজ্যের সর্বত্র সক্রিয় ছিল না মৌসুমী বায়ু। কিন্তু, শনি থেকেই বদলাতে চলেছে আবহাওয়া (West bengal weather...

UGC-NET | স্থগিত হওয়া ইউজিসি-নেটের দিনক্ষণ জানালো এনটিএ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্থগিত হওয়া ইউজিসি-নেট (UGC-NET) এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ (NTA)। সিএসআইআর ইউজিসি নেট হবে ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের...

Most Popular