Monday, April 29, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারSand smuggling | মাফিয়াদের দৌরাত্ম্য, দুই জেলার সীমানা বালি পাচারের মুক্তাঞ্চল

Sand smuggling | মাফিয়াদের দৌরাত্ম্য, দুই জেলার সীমানা বালি পাচারের মুক্তাঞ্চল

আলিপুরদুয়ারঃ বালি-পাথর পাচারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানা সংলগ্ন এলাকাই এখন ঘাঁটি হয়েছে পাচারকারীদের। আলিপুরদুয়ার-১ ব্লক এবং কোচবিহার-২ ব্লকের সীমানায় থাকা ছাট সিিঙ্গমারি এলাকা থেকে বর্তমানে রমরমিয়ে বালি-পাথর তোলা হচ্ছে। িশলতোর্ষা নদী ওই গ্রামের যে অংশে রয়েছে সেখানে থেকেই চলেছে এই কাজ। রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন সকাল থেকে শুরু হয় এই কারবার। িশলবাড়িহাট এলাকায় িশলতোর্ষা সেতুর দক্ষিণ দিকে তাকালেই এই ছবি চোখে পড়বে।

সেই জায়গাটি যেন অনাথ। দুই জেলার সীমানা সংলগ্ন বলে আলিপুরদুয়ার জেলার সোনাপুর ফাঁড়ি বা কোচবিহার জেলার পুণ্ডিবাড়ি থানা, কেউই দায়িত্ব নিতে রাজি নয়। অন্যদিকে, ওই জায়গার কিছু অংশ আবার বন দপ্তরের আওতায় পড়ে বলেও জানা গিয়েছে। তবে কেউই এই নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না। আর স্থানীয়রা বলছেন, দিনের পর দিন সবার চোখের সামনে এভাবে অবৈধ করবার চললেও কোনও দপ্তর থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে, পুণ্ডিবাড়ির থানার ওসি হিমািদ্র ঘোষের বক্তব্য, ‘ওই এলাকার আশপাশে অনেকবার অভিযান করা হয়েছে। আমাদের থানা এলাকায় কোনও বালি পাচার হয় না। ওটা আমাদের এলাকার বাইরে।’

শনিবার রাতে এই িশলতোর্ষা নদী থেকে বালি পাচারের গাড়ি আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে বালিবোঝাই ট্রাক পালিয়ে যায়। ঘটনায় আহত হয়ে সোনাপুর ফাঁড়ির সেকেন্ড অফিসার চিকিৎসাধীন। সেই ফাঁড়ির ওসি সৌভিক মজুমদার বলছেন, ‘আমাদের এলাকায় লাগাতার টহল দেওয়া হয়। সেজন্যই বালি-পাথর পাচার অনেকটা কমানো গিয়েছে।’

এই ব্যবসার দিকে নজর দিলেই পুলিশকেও যে রেয়াত করা হবে না, সেটা শনিবার রাতের পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বোঝা গেল। তবে সেই ঘটনা নিয়েও আবার রহস্য ঘন হচ্ছে। সেদিন পুলিশের গাড়িতে সোনাপুর ফাঁড়ির সেকেন্ড অফিসার, একজন সিভিক ভলান্টিয়ার এবং একজন ব্যবসায়ী ছিলেন বলে শোনা গিয়েছিল। তিনজনই জখম হন। প্রশ্ন উঠছে, পুলিশের অভিযানে তাদের সঙ্গে একজন সাধারণ নাগরিক ছিলেন কেন? তার জবাব মেলেনি। ওই ব্যবসায়ী বিষয়টি স্বীকার করলেও পুলিশ আবার চাপে পড়ে এখন তাঁর উপস্থিতি অস্বীকার করছে।

এদিন সোনাপুর ফাঁড়ির ওসি বলেন, ‘পুলিশ কখনও বাইরের কাউকে নিয়ে এই রকম অভিযানে যায় না। গাড়িতে আমি ছিলাম এবং আমার চোটও লেগেছে।’ পুলিশ আক্রান্তর ঘটনা নিয়ে একটা মামলা করা হয়েছে। সেই সঙ্গে যে গাড়িটি ধাক্কা মেরে পালিয়েছে, সেটার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

একমাত্র চিকিৎসক ছুটিতে, বন্ধ প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

0
রাঙ্গালিবাজনা: মাত্র একজন চিকিৎসকই ভরসা। নেই কোনও সহকারী। চিকিৎসক ছুটিতে গেলে বন্ধ থাকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। সম্প্রতি দু'সপ্তাহের...

Oklahoma tornado | ওকলাহোমায় টর্নেডোতে মৃত ৪, আহত শতাধিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোতে মৃত্যু হয়েছে ৪ জনের। বড় বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক...

Abhishek Banerjee | ‘যোগ্য চাকরিপ্রাপকদের পাশে আছি’, সুপ্রিম শুনানির পর বার্তা অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: 'মেধাযুক্ত যোগ্য চাকরিপ্রাপকদের পাশে আছি', সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের মামালার প্রথম দিনের শুনানির পরই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের...

Skin Cancer | বিশ্বে আসতে চলেছে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন, মানবদেহে চলছে ট্রায়াল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই আমাদের ত্বকে কমবেশি র‌্যাশ, ঘামাচি দেখা দেয়। কখনও হয়তো এসবে খুব একটা গুরুত্ব দেওয়া হয়ে ওঠে না। কিন্তু ত্বকের...

Kaliyaganj TMC | তৃণমূল কর্মীর ওপর চাকু নিয়ে হামলা! অভিযুক্ত বিজেপি

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ (Kaliyaganj TMC)। এক তৃণমূল কর্মীকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির (BJP)...

Most Popular