Top News

Sandeshkhali case | সন্দেশখালি কাণ্ডে ‘বিরোধীদের ষড়যন্ত্রের তত্ত্ব’ মমতার মুখে, কী বললেন মুখ্যমন্ত্রী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বীরভূমের জনসভা থেকে সন্দেশখালি কাণ্ড নিয়ে পালটা বিজেপিকে দুষছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় কেউ দোষী থাকলে তাদের শাস্তি দেওয়ার ‘কথা দিলেন’ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা আজকে ফের ‘বিরোধীদের ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন জনসভায়। যদিও সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের দুই নেতা উত্তম সরদার ও শিবু হাজরা। এদের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।

বীরভূমের জনসভা থেকে এদিন কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডে ‘বিরোধীদের ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরলেন। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটানো হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপর বিজেপি ঢুকেছে। আর কিছু মিডিয়া ঢুকেছে। ঢুকে তিলকে তাল করছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি সবাইকে বলতে চাই, যার যা অভিযোগ রয়েছে, আমি অফিসার পাঠাব, তারা শুনবে। যদি কেউ মনে করে যে কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। এটাও মাথায় রাখবেন। আমি যখন করি, আমি তা করি।’

মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, ‘কোনও মহিলা আজ পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করুন। আমাদের ব্লক সভাপতিও গ্রেফতার হয়েছে। এমনকী ভাঙড়ের আরাবুলও তো গ্রেফতার হয়েছে। তোমরা কতজনকে গ্রেফতার করেছ? আমরা কি পারি না কাউকে গ্রেফতার করতে? গদ্দারদের গ্রেফতার করতে পারি না? একটু সময় দিচ্ছি। সুতো ছাড়ছি। গদ্দারদের চুরি, দুর্নীতির মামলা … সবাইকে চোর বলে। চোরের ঠাকুরদা।’

বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে এদিন মমতা বলেন, “ফাঁকা কলসির আওয়াজ বেশি। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে। আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে। বাংলাকে ভালোবাসে না। তারা বাংলা বিরোধী। এরা মহিলা বিরোধী। ওরা দলিত বিরোধী, কৃষক বিরোধী।’

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে গিয়ে শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হন সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূল নেতা শাহজাহান শেখ। ঘটনার পর থেকেই পলাতক। পরবর্তীতে সন্দেশখালিতে আন্দোলন গড়ে তোলেন গ্রামের মহিলারা। মহিলাদের অভিযোগ, গ্রামের মহিলাদের ওপর অত্যাচার চালাতো তৃণমূল নেতা উত্তম সরদার ও শিবু হাজরা। এক মহিলার জবানবন্দির ভিত্তিতে শনিবার বসিরহাট আদালতে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা করা হয় উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে। এদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত হতেই বদলি করা হয় বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। এই আবহে প্রশ্ন উঠছে, শাসকদলের নেতার বিরুদ্ধে মামলা রুজু করার জেরেই কি সরকারের রোষে পড়লেন এই পুলিশ আধিকারিক। যদিও নবান্নের তরফে জানানো হয়েছে, এটি রুটিন বদলি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

13 mins ago

North Bengal University | এনবিইউ-এর নয়া আবিষ্কার, আর্সেনিকের বিষ ঠেকাবে গুতুম মাছের ব্যাকটিরিয়া

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জীব সৃষ্টির আদি সময় থেকেই পৃথিবীর সর্বত্র তাদের অবাধ বিচরণ। নেদারল্যান্ডসের বিজ্ঞানী…

35 mins ago

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

1 hour ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

2 hours ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

2 hours ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

2 hours ago

This website uses cookies.