রাজ্য

Jalpaiguri | এশিয়ান হাইওয়ের দু’পাশে জলা ভরাট

শুভ দত্ত, বানারহাট: গয়েরকাটায় এশিয়ান হাইওয়ের (Asian Highway) দু’পাশের নয়ানজুলি এবং জলাভূমি দ্রুত ভরাট করে দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেসব জায়গায় গড়ে উঠছে ছোট ছোট দোকান, কারখানা। চড়া দামে বিক্রি হচ্ছে সেই জমি।

বানারহাটের বিডিও (BDO) নিরঞ্জন বর্মনের সঙ্গে কথা বলে জানা গেল, এখনও পর্যন্ত এধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। তবে তাঁর সাফ কথা, এভাবে নয়ানজুলি ভরাট করা যায় না। পুরো বিষয়টি তিনি থানার আইসি সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে খতিয়ে দেখতে নির্দেশ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে, বিরোধীদের অভিযোগ, স্থানীয় শাসকদলের নেতার মদতে ও ছত্রছায়ায় এবং প্রশাসনের যোগসাজশে চলছে জমি মাফিয়াদের (Mafia) এই কারবার। যদিও শাসকদলের জড়িত থাকার কথা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের (TMC) নেতারা। তবে বানারহাটের তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরুং নয়ানজুলি ভরাটের অভিযোগ মেনে নিয়েছেন। পুরো বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন বলে আশ্বাসও দিয়েছেন।

গয়েরকাটা, চানাডিপা, আংরাভাসা এলাকায় এশিয়ান হাইওয়ের দু’দিকে নয়ানজুলি ও জলাভূমি ভরাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা। এবিষয়ে স্থানীয় একটি সংস্থার পরিচালক ও পরিবেশপ্রেমী ভিক্টর বসু বলেন, ‘বেআইনিভাবে জলাজমি বুজিয়ে দেওয়ায় পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।’ কয়েকজন অবৈধ কারবারির এই কীর্তিতে চা বলয়ের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিজেপির বানারহাট ব্লকের যুব মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরী আবার এই ঘটনার পিছনে তৃণমূলের ছায়া দেখতে পেয়েছেন। তাঁর সাফ কথা, ‘এমন কাজ আজ থেকে হচ্ছে না। দীর্ঘদিন থেকেই হচ্ছে। এর মধ্যে যোগ রয়েছে বর্তমান তৃণমূলের নেতাদের।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতারা এসব কাজেও দালালি করছে। তাই প্রশাসনের লোকজন পদক্ষেপ করা তো দূরের কথা, কোনও কথা বলারই সাহস পাচ্ছে না।’ এসব ব্যাপারে সরাসরি দিল্লিতে জানাবার হুমকি দিয়েছেন তিনি।

এদিকে, এসব অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন বানারহাট ব্লকের তৃণমূল সভাপতি সাগর গুরুং। তিনি জানান, ‘তৃণমূলের কোনও নেতা এর সঙ্গে জড়িত নেই। তবে নয়ানজুলি ভরাটের কথা ব্লক প্রশাসনকে জানাব।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯…

10 mins ago

Drinking water crisis | স্বাধীনতার ৭৫ বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গাজোলের গ্রাম

গাজোল: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। চারিদিকে হোর্ডিং-ব্যানারে বিকশিত ভারতের প্রচার। অথচ এখনও বহু গ্রামে…

12 mins ago

Agra | তাজমহলের কাছে মসজিদ থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, তদন্তে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তাজমহলের (Taj Mahal) পাশে অবস্থিত এক মসজিদের পাশ থেকে উদ্ধার এক…

17 mins ago

Kartik Maharaj | ‘রেজিনগরে দাঙ্গা করিয়েছিল তৃণমূলই’, এক সুরে আক্রমণ অধীর ও সুকান্তর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram) সন্ন্যাসী কার্তিক মহারাজকে (Kartik Maharaj) ‘দাঙ্গাবাজ’…

20 mins ago

Iran President | হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতির মৃত্যু, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের

নয়াদিল্লি: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতির মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত। রবিবার মৃত্যু…

31 mins ago

MJN Medical | এমজেএন মেডিকেলে শুরু হল মেরুদন্ডের মাইক্রোসার্জারি

কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে(MJN Medical) সোমবার থেকে মেরুদন্ডের মাইক্রোসার্জারি(Spine microsurgery) শুরু হল। এদিন…

42 mins ago

This website uses cookies.