Sunday, May 12, 2024
HomeBreaking Newsপ্রকাশ করতে হবে ওএমআর শিট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

প্রকাশ করতে হবে ওএমআর শিট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

কলকাতা: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের! ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। মঙ্গলবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার। আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা। কিন্তু পরে তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হয়। ফলে বাতিল হয় ববিতার চাকরি। এরপর হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করেন ববিতা। তাঁর দাবি ছিল, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা সামনে এলে জানা যাবে, কারা কীভাবে চাকরি পেয়েছেন। তিনি জানিয়েছিলেন, ওএমআর শিট বিকৃত করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল হলে তিনিও ফের চাকরি পেতে পারেন।

সেই শুনানিতে ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭ টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন। আদালত জানায়, ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট এসএসসি’কে প্রকাশ করতে হবে। তবে তারপর ববিতা চাকরি পাবেন কিনা তা পরবর্তী শুনানিতে স্পষ্ট হবে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এদিন সুপ্রিম কোর্ট অবশ্য রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছেন। ফলে ২১ জুলাইয়ের মধ্যে কমিশনকে ওএমআর শিট প্রকাশ করতে হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৫ উইকেট...

Adhir Chowdhury | কংগ্রেস করায় উচ্ছেদের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ অধীরের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই ভোট বহরমপুরে। আর তার ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে...

Accident | সরকারি বাসের সঙ্গে টোটোর সংঘর্ষ, মৃত্যু এক উচ্চমাধ্যমিক ছাত্রীর, আহত ২

0
হেমতাবাদঃ টোটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর। গুরুতর জখম টোটো চালকসহ আরও দুই জন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ...

Son grabbed land | বাবার সঙ্গে প্রতারণা! ঋণ নেওয়ার নাম করে জমি হাতিয়ে নিল...

0
শিলিগুড়িঃ ছেলের ঋণের প্রয়োজন। তারজন্য প্রয়োজন বাবার স্বাক্ষরের। ছেলের কাছ থেকে এমন আবেদন শুনে সাতপাঁচ না ভেবে যথাস্থানে স্বাক্ষরও করে দেন বছর সত্তরের ওই...

Malda | অশ্লীল ভিডিও দেখিয়ে বোনকে যৌন হেনস্তা! অভিযুক্ত নাবালক দাদা

0
মানিকচক: মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকা কাকাতো বোনকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই নাবালিকাকে টাকা...

Most Popular