Monday, June 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গScholarship corruption | স্কলারশিপ দুর্নীতিতে সিআইডিকে ভর্ৎসনা! তদন্তকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ...

Scholarship corruption | স্কলারশিপ দুর্নীতিতে সিআইডিকে ভর্ৎসনা! তদন্তকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারকের  

করণদিঘিঃ ভাবা যায়! সংখ্যালঘু স্কলারশিপে দুর্নীতিতে অভিযুক্ত ১০ জনের নামে রয়েছে ১৩০টি পুকুর! এই ঘটনা জেনে ভিড়মি খাচ্ছেন সবাই। এদিকে এই মামলার তদন্ত প্রক্রিয়ায় অসন্তুষ্ট রবিবার সিআইডিকে রীতিমতো ভর্ৎসনা করেছেন রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশনস জজ অরুণ সিং। মামলার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে তাঁর প্রতিক্রিয়া, এই মামলায় তদন্ত শুরুর সময় যা যা বাজেয়াপ্ত করার প্রয়োজন ছিল তা করেননি সিআইডির প্রাক্তন তদন্তকারী অফিসার দিলীপ কুমার দাস। তাঁর সঙ্গে আসামিদের কোনও সম্পর্ক রয়েছে কিনা অথবা কোনও লেনদেন হয়েছে কিনা তা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

এই দুর্নীতির মামলায় রবিবার সাবধান হাইস্কুলের শিক্ষাকর্মী ও পার্শ্ব শিক্ষককে তিনদিনের সিআইডি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের কাছ থেকে ৯ লক্ষ টাকার জমির দলিল, ১৬০টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে সিআইডি। অভিযুক্তরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চারটি সিএসপি থেকে কয়েকশো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করত। কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে তুলেও নিয়েছে বলে জানতে পেরেছে সিআইডি।

রায়গঞ্জ জেলা আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটার সাওন চৌধুরী বলেন, ‘ধৃত মহম্মদ ফাইজুল রহমান ও আবদুস সালামকে চারদিনের সিআইডি হেপাজতের আবেদন করা হয়েছিল। বিচারক তিনদিনের আবেদন মঞ্জুর করেছেন। ধৃতদের কাছ থেকে বেনামি জমির কাগজপত্র সহ আরও অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের আয় ও ব্যয়ে অনেক অসঙ্গতিও ধরা পড়েছে। তদন্তের স্বার্থে এর বেশি আর কিছু বলা সম্ভব নয়।’

রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, ‘সিআইডির আগের তদন্তকারী অফিসার যেভাবে তদন্ত করার প্রয়োজন ছিল তা তিনি করেননি। এনিয়ে আজ বিচারক ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বর্তমান তদন্তকারী অফিসার সঠিকভাবে তদন্ত করছেন বলে বিচারক জানিয়েছেন।’

উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় আট অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডি। বাকি দু’জন গত ১৭ মে আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের নাম মহম্মদ ফাইজুল রহমান ও আবদুস সালাম। বাড়ি করণদিঘি ব্লকের আলতাপুর-২ গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে। দু’জনেই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elephant Attack | লাইন হোটেলে হাতির হানা, দেওয়াল ভেঙে সাবাড় করল মজুত খাদ্যসামগ্রী

0
নাগরাকাটা: লাইন হোটেলে হামলা চালাল হাতি। রবিবার গভীর রাতে বানারহাটের রেড ব্যাংক চা বাগান লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কের পাশের লাইন হোটেলে মোট ছয়টি...

Gazole | কেবল লাইনের তার মেরামত করতে গিয়েই বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

0
গাজোল: কেবল লাইনের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কদুবাড়ী মোড়...

New Jersey | পরপর সাতটি গুলি! নিউ জার্সিতে খুনের দায়ে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুবক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার নিউ জার্সিতে (New Jersey) ভারতীয় বংশোদ্ভূত যুবকের (Indian-origin man) গুলিতে নিহত এক ভারতীয় মহিলা (Indian woman)। ঘটনায় গুরুতর আহত...

Train Accident | কোথায় গেল জিরো অ্যাক্সিডেন্টের প্রতিশ্রুতি? গত ৩ বছরে কত ট্রেন দুর্ঘটনা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সালটা ২০১৬-২০১৭। কেন্দ্রীয় রেল মন্ত্রক (Indian Railways) একটি শপথ নিয়েছিল। শপথের নাম দেওয়া হয়েছিল ‘মিশন জিরো অ্যাক্সিডেন্ট’। শপথের পর কেটে...

Euro 2024 | ইউরো কাপে আজ অস্ট্রিয়ার বিরুদ্ধে নামছেন এমবাপেরা

0
ডুসেলডর্ফ: সোমবার ভারতীয় সময় গভীর রাতে অস্ট্রিয়া ম্যাচ দিয়ে এবারের ইউরো অভিযান শুরু করছে ‘দ্য ব্লুজ’। খাতায়কলমে অস্ট্রিয়া ফ্রান্সের থেকে পিছিয়ে থাকলেও ফরাসি কোচ...

Most Popular