Thursday, May 2, 2024
HomeExclusiveCooch Behar | বিনা নোটিশে স্কুল ছুটি মণীন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ে

Cooch Behar | বিনা নোটিশে স্কুল ছুটি মণীন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ে

গেটের বাইরেও ছুটির নোটিশ টাঙানো হয়নি। ফলে কী কারণে স্কুল বন্ধ, তা জানতে পারেনি পড়ুয়ারা।

বিধান সিংহ রায়, পুণ্ডিবাড়ি: সময়মতো স্কুলে গিয়েও গেট তালাবন্ধ দেখে ফিরে যেতে হল পড়ুয়াদের। অভিযোগ, বিনা নোটিশে মণীন্দ্রনাথ উচ্চবিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে বুধবার। গেটের বাইরেও ছুটির নোটিশ টাঙানো হয়নি। ফলে কী কারণে স্কুল বন্ধ, তা জানতে পারেনি পড়ুয়ারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Head Master) প্রফুল্ল মজুমদার বলেন, ‘গত ১৯ তারিখ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (Annual Sports Competition) হয়েছিল। পরদিন স্কুল ছুটি দেওয়ার কথা। কিন্তু ২২ তারিখ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় তা আয়োজনের জন্য ওইদিন স্কুল খোলা রাখা হয়েছে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মঙ্গলবার ২৩ জানুয়ারি এমনিতেই বিদ্যালয় ছুটি ছিল। তাই বার্ষিক ক্রীড়ার পরদিন অর্থাৎ শনিবারের ছুটিটা বুধবার দেওয়া হয়েছে।’

শুক্রবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত টানা ছয়দিন বিদ্যালয়ে ক্লাস হয়নি। এনিয়ে অভিভাবকরাও ক্ষুব্ধ। স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁরা শুনেছেন যে বিদ্যালয়ের প্রাক্তন এক কেরানি দু’দিন আগে মারা যাওয়ায় স্কুল ছুটি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে প্রাক্তন এক শিক্ষকের মৃত্যুতেও স্কুল ছুটি দেওয়া হয়েছিল।

পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণেন্দু আইচের কথায়, ‘কী কারণে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে তা জানি না। খোঁজ নিয়ে দেখব।’ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডলের কাছেও এবিষয়ে কোনও তথ্য নেই। এলাকার বিধায়ক সুকুমার রায় বলেন, ‘ওই স্কুলের ম্যানেজিং কমিটি এবং তৃণমূলপন্থী কিছু শিক্ষক আছেন, যাঁরা এর আগেও অনেক অনিয়ম করেছেন।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | আগুনে পুড়ে ছাই ভুট্টা ক্ষেত, মাথায় হাত চাষিদের

0
মানিকচক:  আগুনে ভস্মীভূত হল ২০০০ বিঘা ভুট্টার ক্ষেত। বুধবার দুপুরে মানিকচকের চর এলাকার ভুট্টার জমিতে আগুন লাগে। সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে চর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক

Madhyamik Result 2024 | মাধ্যমিকে দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা

0
শিলিগুড়ি: মাধ্যমিকে (Madhyamik Result 2024) দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা। শিলিগুড়ির (Siliguri) আশিঘর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের...

হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা ফেরানো হল মালিককে  

0
চালসা: হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা সহ ব্যাগ ফেরানো হল মালিককে। গত মঙ্গলবার মেটেলির বিডিও অফিস চত্বরে ওই টাকা সহ ব্যাগ ফেলে যান মেটেলির...

GTA Recruitment Corruption | জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে) নিয়োগ দুর্নীতিতে (GTA Recruitment Corruption) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিবিআই (CBI) তদন্তের ওপর স্থগিতাদেশ...

Most Popular