Breaking News

মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে তুলকালাম, রণক্ষেত্র জেলায় জেলায়

দক্ষিণবঙ্গ ব্যুরো: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে রণক্ষেত্র জেলায় জেলায়। মুর্শিদাবাদের রানিনগরের পর শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল। তুলকালাম কাণ্ড বাধে এলাকায়। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেসের অভিযোগ, ডোমকল বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। যদিও এ বিষয়ে তৃণমূলের এখনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিভিক ভলান্টিয়ার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে।

শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা। প্রথম দিনই মুর্শিদাবাদে চলে গুলি। মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কংগ্রেসকর্মীর নাম ফুলচাঁদ শেখ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে ফুলচাঁদকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়গ্রামের রতনপুর এলাকায়। এদিকে কংগ্রেসকর্মীর হত্যার ঘটনার পর রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবিলম্বে মুর্শিদাবাদ জেলাশাসককে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকালের পর এদিনও অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ।

এদিকে মনোনয়ন পর্ব ঘিরে এদিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে আসানসোলের বারাবনিতে। বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বরে অশান্তির সৃষ্টি হয়। তৃণমূল-সিপিএম কর্মীদের সংঘর্ষে তুলকালাম কাণ্ড বাধে এলাকায়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। দু’পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। এদিন সিপিএমের প্রার্থীর ডিসিআর নিতে কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে বিডিও রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। র‍্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

শুক্রবারও বারাবনি বিডিও অফিসে সিপিএমের ১৫ প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে সিপিএমের তরফে জেলাশাসক ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। শনিবারও এমন কোনও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিলো। সিপিএমের অভিযোগ, এদিন সকাল থেকেই বারাবনি বিডিও অফিস ঘিরে রেখেছিল তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। পুলিশ থাকলেও, তারা কিছু করেনি। পুলিশের সামনেই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা সিপিএমের কর্মীদের বাধা দিলে, সংঘর্ষের চেহারা নেয়। সিপিএমের বারাবনি এরিয়া সম্পাদক তপন দাস বলেন, দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়। তৃণমূলের লোকেরা দু-তিনজনকে মারধর করেছে। তবে আমরা সেই বাধা উপেক্ষা করে বিডিও অফিসে ঢুকেছি। তবে রাজ্যের শাসক দলের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরও। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে। বীরভূমের লাভপুরে বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। সমস্ত ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এদিকে অশান্তির ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘এটাই ভাইপোর নবজোয়ারের ফল। খুনি সরকারের মুখ্যমন্ত্রী মমতা। বাংলায় তৃণমূলকে শূন্য করব’।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

SSC Recruitment Case | সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্য বাছাইয়ের আশ্বাস এসএসসির, প্রশ্ন চাকরিহারাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট…

3 mins ago

Heavy Rain | ভারী বৃষ্টির পরই তুষার-ভূমিধস জম্মু ও কাশ্মীরে, বিপর্যস্ত জনজীবন

শ্রীনগর: ভারী বৃষ্টির পরই তুষারধস ও ভূমিধস শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। যার জেরে বিপর্যস্ত…

14 mins ago

Water Crisis | গরমে শুকিয়ে কাঠ মহানন্দা, তীব্র জলসংকট মালতীপুরে

সামসী: মহানন্দা নদী একেবারে শুকিয়ে কাঠ। শুনতে কিছুটা অবাক মনে হলেও ঘটনাটি একেবারে সত্যি। মালতীপুর…

25 mins ago

Canada | খালসা দিবসে হাজির কানাডার প্রধানমন্ত্রী, ভাষণের মাঝেই ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গিদের কানাডায় (Canada)আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)…

28 mins ago

SSC Recruitment Case | হাইকোর্টের রায়ের একটি অংশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের, তবে উঠল প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি দুর্নীতিতে (SSC Recruitment Case) সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই…

47 mins ago

New Zealand | অভিনব পদ্ধতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনব পদ্ধতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। তবে কিউয়িদের তরফে…

56 mins ago

This website uses cookies.