Sunday, June 16, 2024
HomeExclusiveSesame cultivation | তিল চাষে আগ্রহ বেশি হলদিবাড়ির চাষিদের

Sesame cultivation | তিল চাষে আগ্রহ বেশি হলদিবাড়ির চাষিদের

অমিতকুমার রায়, হলদিবাড়ি: তিল চাষ (Sesame cultivation) করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হলদিবাড়ি (Haldibari) ব্লকের চাষিরা। গোটা কোচবিহার সহ হলদিবাড়ি ব্লকে ক্রমশ তিল চাষ জনপ্রিয়তা পাচ্ছে। আর সেই তিল চাষ ঘিরে স্থানীয় কৃষকরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন। এ ব্যাপারে তাঁরা পাশে পেয়েছেন জেলা কৃষি দপ্তরকে। তিল চাষিদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি এবার বিনামূল্যে তিলের বীজও বিলি করছে সংশ্লিষ্ট দপ্তর। প্রথাগত ধান, পাট, সর্ষে চাষের মতো তিল চাষে তেমন ঝামেলা নেই বললেই চলে। প্রয়োজন হয় না কীটনাশক কিংবা ঘনঘন সারও প্রয়োগের। স্বল্প পরিশ্রমের ফসল তিল। আশানুরূপ ফলন হলে বিঘা প্রতি পাঁচ থেকে ছ’মন তিল মেলা আশ্চর্যের নয়।

আর সেজন্যই জেলা কৃষি দপ্তরের পরামর্শে পতিত জমিতে তিল চাষ করে প্রত্যাশার চেয়ে বেশি ফলন ও দাম পেয়ে লাভবান হচ্ছেন ব্লকের চাষিদের একটি বৃহত্তর অংশ। স্থানীয় বাজার সহ গোটা দেশে তিলের চাহিদা ব্যাপক। এ দিয়ে ভোজ্য তেলের ঘাটতি ও বহুলাংশে চাহিদা মেটানো সম্ভব বলে মনে করে কৃষি দপ্তর। তাদের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছর হলদিবাড়ি ব্লকের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই তিলের চাষ করা হয়েছে। উন্নত প্রজাতির তিল চাষে এই অঞ্চলের চাষিরা সফল। উন্নত প্রজাতির তিল গাছে তিন-চারটি প্রধান শাখা ও একাধিক উপশাখা থাকায় ফলন অনেক বেশি হয়।

নয়ারহাট গ্রামের তিলচাষি গৌতম রায় এ সম্পর্কে বলেন, ‘তিল অত্যন্ত লাভজনক ফসল। এবার তিন বিঘা জমিতে তিল চাষ করছি। ভালো ফলন হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ফসল তোলা হবে। ভালো মুনাফার আশা করছি।’ দক্ষিণ বড় হলদিবাড়ির কানাই বিশ্বাস জানান, কৃষি দপ্তরের পরামর্শে এবার আলু তুলে জমিতে পাটের বদলে তিল লাগিয়েছি। এখনও অবধি তেমন সার বা কীটনাশকের দরকার হয়নি। তবে তীব্র তাপে যেখানে পাট গাছ শুকোতে বসেছে সেখানে তিলের বেশ ভালো ফলন হয়েছে।

জেলা কৃষি দপ্তরের এক কর্তার দাবি, তিলের তেলের অনেক পুষ্টিগুণ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই তেল ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার তিলচাষিদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে তিল বীজ বিলি করা হয়েছে। তিল চাষে খরচ অনেক কম। আগাছা পরিষ্কার, জলসেচের প্রয়োজন হয় না। বাজারে তিলের চাহিদা থাকায় এখন চাষিরা চাষের দিকে ঝুঁকছেন। আশা করছি, আগামীতে ব্লকে তিলের চাষ আরও বাড়বে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Suvendu Adhikari | ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু, ‘শেষ দেখে ছাড়ব’, মন্তব্য রাজ্যপালের    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজভবনের ভিতরে ‘আক্রান্ত’ কর্মীদের...

Bjp | রাজ্যে পৌঁছে গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, রাতেই ঘরছাড়াদের সঙ্গে কথা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪ জুন নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত ভোট পরবর্তী হিংসার (Post poll Violnence) অভিযোগ ঘিরে আন্দোলিত। বিজেপির...

Atreyi River | জলের রং কুচকুচে কালো! আত্রেয়ীকে ঘিরে দানা বাঁধছে আশংকার মেঘ

0
বালুরঘাট: বর্ষার শুরুতে কিছুটা হলেও বেড়েছে আত্রেয়ী নদীর জল। কিন্তু সেই জলের রং কুচকুচে কালো। দুর্গন্ধে ভরা। আর সেই কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে...

Burdwan | পশ্চিম বর্ধমানে সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন পার্টির হোলটাইমার পঙ্কজ রায় সরকার

0
দুর্গাপরঃ লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই এক সময়ের লালদুর্গ বলে পরিচিত ইস্পাত নগর দুর্গাপুরে সিপিএমে বড় ভাঙন। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের পশ্চিম...

Land grabbing | তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমিদখলের অভিযোগ, থানার দ্বারস্থ...

0
রায়গঞ্জঃ বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এক প্রান্তিক কৃষকের জমি দখল করে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে। নিজের জমি ফেরতের...

Most Popular