Tuesday, May 7, 2024
HomeExclusiveMaynaguri | গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, অভিষেকের সভার আগে পদত্যাগের সিদ্ধান্ত নেতাদের

Maynaguri | গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, অভিষেকের সভার আগে পদত্যাগের সিদ্ধান্ত নেতাদের

অভিরূপ দে, ময়নাগুড়ি: দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে ময়নাগুড়িতে (Maynaguri) দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) একাধিক নেতা। রবিবার ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় বিক্ষুব্ধ নেতারা একসঙ্গে মিলিত হয়ে বৈঠক করার পর দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। লোকসভা নির্বাচনের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ময়নাগুড়িতে সভার ঠিক আগে এক ঝাঁক গুরুত্বপূর্ণ নেতার দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বাড়ল শাসকদলের।

দলীয় পদ থেকে পদত্যাগীদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক সমীরণ চৌধুরী (প্রবীর), ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও তৃণমূলের জেলা কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী (মিতু), ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সম্পাদক অপু রাউত, জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি ও ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সদস্য শ্যামল দত্ত, টাউন ব্লক তৃণমূলের সম্পাদক সুশীল সরকার প্রমুখ। সকলেই ময়নাগুড়ি শহরের বাসিন্দা। দ্রুত তাঁদের পদত্যাগপত্র জেলা সভাপতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হবে বলে বিক্ষুব্ধ নেতারা জানিয়েছেন। আগামী ১৪ মার্চ ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এক ঝাঁক তৃণমূল নেতার পদত্যাগের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এ বিষয়ে সমীরণ চৌধুরী বলেন, ‘দলীয় পদে থাকলেও কোনও বৈঠকেই আমাকে ডাকা হয় না। বারংবার বলার পরেও জেলা কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে যুক্ত করা হয়নি। দলের সিদ্ধান্তগুলি জানতে না পারায় সাংগঠনিক কাজে অসুবিধা হচ্ছিল। দলে আমাদের কোনও গুরুত্ব নেই। তাই পদ থেকে সরে যাচ্ছি।’ ময়নাগুড়িতে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের নেতা তথা বর্তমান কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী বলেন, ‘দুই-একজন নেতার মর্জিতে দল চলছে। তাঁদের জন্য পুরসভার কাজও ঠিকমতো হচ্ছে না। আমার ওয়ার্ডের টেন্ডার কোনও অজ্ঞাত কারণে বারংবার বাতিল করে দেওয়া হচ্ছে। ওয়ার্ডে আমার সম্মানহানি হচ্ছে। দল কোনও পদক্ষেপ করছে না। জেলা কমিটিতে থাকলেও আমি গুরুত্বহীন। তাই পদ ছাড়ছি।’

অপু রাউতের কথায়, ‘পুর নির্বাচনে কলকাতা থেকে ঘোষিত প্রার্থীতালিকায় আমার ও আমার স্ত্রীর নাম থাকলেও স্থানীয় কয়েকজন নেতার অমতে দুজনের কারও প্রার্থী হওয়া হয়নি। দলের টাউন কমিটির কোনও মিটিংই হয় না। নির্বাচন আসন্ন হলেও দলের কয়েকজন নেতার জন্য দল থেকে মুখ ফেরাচ্ছেন সমর্থকরা। এখন অনেকেই আর কার্যালয়ে আসেন না। সাংগঠনিক কাজে আমাদের মতামত নেওয়া হয় না।’ সুশীল সরকার বলেন, ‘দলীয় পদাধিকারীদের কোনও গুরুত্ব নেই, তাই পদে থাকার মানে হয় না। পদ ছাড়ছি।’ শ্যামল দত্ত চিকিত্সার কাজে দক্ষিণ ভারত রয়েছেন। তিনি ফোনে জানান, ‘দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। হোয়াটসঅ্যাপ মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দেব।’

জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এমন ঘটনা অনভিপ্রেত। ওই কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব৷’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Alia Bhatt | ঠিক যেন মায়াকুমারী! মেট গালায় সব্যসাচীর শাড়িতে নজর কাড়ল আলিয়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঠিক যেন মায়াকুমারী! ‘মেট গালা ২০২৪’-এর সাদা-সবুজ কার্পেটে নজর কাড়ল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ...
Congress TMC Clash at sujapur

Malda | ভোটের দিনই উত্তপ্ত সুজাপুর, কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে আহত ৪

0
মালদা: তৃতীয় দফা লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল মালদার (Malda) সুজাপুর বিধানসভায়। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন...

Tufanganj | অসমের ভোটে শামিল বাংলার বাসিন্দারা

0
সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: এ ঠিক যেন নিজ ভূমে পরবাসী। বছরের পর বছর ধরে প্রতিবেশী রাজ্যে অসমের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে আসছেন বাংলার বাসিন্দারা। শুনতে...

Arvind Kejriwal | ‘কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী’ আপ প্রধানের মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আবগারি দুর্নীতিতে ধৃত অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মামলায় ইডির (ED) দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়লেন সুপ্রিম কোর্ট (Supreme court)। মঙ্গলবার অরবিন্দের...

Lok Sabha Election 2024 |  ‘ভোট পড়ে গিয়েছে’, বুথে গিয়ে জানতে পেরেই চোখ কপালে...

0
হরিশ্চন্দ্রপুর: বুথে এসেও ভোট (Lok Sabha Election 2024) দিতে পারলেন না এলাকার এক যুবক। হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) বিধানসভার সুলতাননগর অঞ্চলের ক্ষন্তা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার...

Most Popular