Saturday, May 18, 2024
HomeBreaking Newsএনএমসি-র লোগো বদল নিয়ে শান্তনু, জম্মু কাশ্মীর বিল নিয়ে সরব নাদিমুল

এনএমসি-র লোগো বদল নিয়ে শান্তনু, জম্মু কাশ্মীর বিল নিয়ে সরব নাদিমুল

নয়াদিল্লি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) লোগো বদল নিয়ে রাজ্যসভার জিরো আওয়ারে সওয়াল করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ড. শান্তনু সেন। চিকিৎসাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ তুলে লোগো বদলের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে দেশের চিকিৎসক মহলের একাংশ। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয় ধন্বন্তরির ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আগেই এবার সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল সংসদেও। জিরো আওয়ারে এদিন শান্তনু সেন বলেন, ‘দেশের সমগ্র চিকিৎসক মহল পুরনো লোগোর ফিরিয়ে আনার পক্ষে। আমি জানি না ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয় ধন্বন্তরির ছবি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের নির্দেশে অথবা ন্যাশনাল মেডিকেল কমিশন নিজেরাই এই পরিবর্তন ঘটিয়েছে যার কোনও প্রয়োজনীয়তা নেই। কারণ ধন্বন্তরির লোগো শুধুমাত্র একটি ধর্মের দিকে নির্দেশ করে।’ এমনকি ডাক্তারিতে শপথ নেওয়ার সময় যে শপথ বাক্য পাঠ করানো হয় তার পরিবর্তন নিয়েও রাজ্যসভায় জোর সওয়াল করেন শান্তনু সেন।

 নাম না করে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আমরা জানি রাম আমাদের ভগবান কিন্তু বর্তমানে রামকেও রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করা হচ্ছে।’ তিনি বলেন লোকসভায় এক বিজেপির সাংসদ সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত এবং কথা বললেও এথিক্স কমিটি এবং প্রিভিলেজ কমিটি তার বিরুদ্ধে কোন পদক্ষেপ  নেয়নি। যুক্তি দিয়ে তিনি দাবি করেন, অবিলম্বে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের পুরনো লোগোকে ফিরিয়ে আনতে হবে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য।

শান্তনুর পাশাপাশি এদিন রাজ্যসভায় সরব হন তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ নাদিমুল হক। সংসদের উচ্চকক্ষে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে আলোচনা চলাকালীন উপত্যকায় শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, সুরক্ষা ও মৌলিক সাংবিধানিক অধিকারের দাবিতে সুর চড়ান নাদিমুল। তৃণমূল সাংসদের দাবিদাওয়ায় সভামধ্যেই উষ্মাপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নাদিমুলের দাবিদাওয়াকে ‘ভ্রান্তিপূর্ণ’, ‘২০ বছরের পুরনো তথ্য’ বলে কটাক্ষ করেন। জম্মু কাশ্মীর বিষয়ক কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে পালটা তোপ দাগেন নাদিমুল হক। শাসক-বিরোধী শিবিরের দুই নেতার বাদানুবাদে উত্তপ্ত হয় সংসদের উচ্চকক্ষের অধিবেশন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jadavpur | ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর! প্রতিবাদে থানা ঘেরাও প্রার্থী সৃজনের 

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদবপুর কেন্দ্রের পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি’র অভিযোগ তুলে...

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রাক্তন সচিব...

BSF | গ্রামের সীমানার শেষ প্রান্তে বেড়া দেওয়ার বিকল্প প্রস্তাব, চম্পদগছের দাবি উপরমহলে পাঠাল...

0
শিলিগুড়ি, ১৭ মে : ফুলবাড়ি চম্পদগছের বাসিন্দাদের দাবি মেনে ফেন্সিং গেট তৈরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাল বিএসএফ। বিষয়টি কেন্দ্রীয় পূর্ত দপ্তরের নজরেও আনা...

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

0
শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে সদ্য বোরিং করে জল তোলার ছবি ধরা পড়ল। এক...

Most Popular