আসানসোলঃ দেশে বেকারত্ব বেড়ে চলেছে। দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ছে। আর কেন্দ্র সরকার বলছে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আসলে এই সরকার হল কিছু মুষ্টিমেয় পুঁজিপতিদের সরকার। দেশের গরীব মানুষের সরকার নয়। চিত্তরঞ্জন রেলওয়ে মেনস্ কংগ্রেস বা সিআরএমসির এক সেফটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
এদিন তৃণমূল সাংসদ বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা হল এই চিত্তরঞ্জন। এই কারখানা এখনও পর্যন্ত প্রচুর রেল ইঞ্জিন তৈরি করেছে। আজ এই কারখানাকে সব কিছু থেকে বঞ্চিত করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বিহারীবাবু নিজের মেজাজে বলেন, ‘খামোশ’ না হলে নির্বাচনে দেশের সাধারণ মানুষেরা খামোশ করবে এই কেন্দ্র সরকারকে।
এই সেফটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে সাংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। মেয়র বলেন, ‘কেন্দ্রীয় সরকার মানে মোদি সরকার। এই সরকার দেশকে বিক্রি করার ঠিকা নিয়েছে। দেশের সব সম্পত্তি একের পর বিক্রি করছে এই সরকার। এর বিরুদ্ধে লড়াই চলছে আর চলবে যত দিন না এই কেন্দ্রীয় সরকারকে ছুঁড়ে ফেলে যায়৷ আমরা এক হয়ে লড়াই চালিয়ে যাব। চিত্তরঞ্জনকে কোনভাবেই বঞ্চিত করা যাবে না। আর তার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। যোগ্য জবাব দিতে হবে।’