মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

দুঃস্থদের শিক্ষালাভের প্রাণকেন্দ্র ষোলো আনার পাঠশালা, শিক্ষক দিবসে কুর্নিশ সমীরণ স্যারকে   

Date:

বর্ধমানঃ ইচ্ছা থাকলেও অর্থের অভাবে শিক্ষিত হওয়ার সাধ পূরণ করতে পারেনা গরিব ঘরের অনেক ছেলে মেয়ে। স্কুল শিক্ষক জীবনে পড়ুয়াদের মুখ থেকে এমন করুণ কাহিনী শুনে ব্যথিত হতেন সমীরণপ্রসাদ চক্রবর্তী। তখনই তিনি দুঃস্থ পরিবারের পড়ুয়াদের জন্য কিছু একটা করবেন বলে সংকল্প নিয়ে ফেলেন। সেইমত শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহনের পরেই সমীরণপ্রসাদ বাবু নিজের বাড়িতেই খুলে বসেন ‘ষোলো আনার’ পাঠশালা। সেই পাঠশালাই এখন গরিব দুঃস্থ পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা লাভের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।

শিক্ষা দরদি শিক্ষক সমীরণপ্রসাদ চক্রবর্তীর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা ১ ব্লকের কৃষ্ণদেবপুরের হালদারপাড়ায়। তিনি বাদলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০২১ সালের ৩০ নভেম্বর তিনি অবসর নিয়েছেন। সমীরণপ্রসাদ বাবুর একমাত্র ছেলে সৌম্যদীপ ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পূর্ণ করছেন। বাড়িতে ৯৬ বছরের বৃদ্ধা মা সবিতারাণীদেবী ও স্ত্রী সোমা কে নিয়ে থাকেন ৬২ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত শিক্ষক।

শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহণ করলেও সমীরণপ্রসাদ বাবু শিক্ষা দানের ব্রত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন নি। তার উপর  গরিব ও দুঃস্থ পরিবারের পড়ুয়াদের জন্য কিছু একটা করার সংকল্প তো সমীরণপ্রসাদ বাবুর মাথায় আগে থেকেই ছিল। সেই সংকল্প পূরণের জন্য  নিজের বাড়িতে তিনি পাঠশালা খুলে বসেন।

বর্তমানে সমীরণপ্রসাদ বাবুর ষোল আনার পাঠশালায় পড়ুয়ার সংখ্যা ৫০ ছাড়িয়েছে। পড়ুয়ারা সবাই গরিব ঘরের। তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের ছেলে মেয়েরাও রয়েছে। এই পাঠশালাই এখন সমীরণপ্রসাদ বাবুর ধ্যানজ্ঞান। ষোল আনা গুরুদক্ষিণার বিনিময়ে তিনি তাঁর পাঠশালায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের পড়ান। পাঠশালায় থাকা ভাঁড়েই গুরুদক্ষিণা জমা দেয় পড়ুয়ারা। গুরুদক্ষিনা বাবদ সঞ্চিত অর্থ দিয়ে অতি গরিব পরিবারের ছেলে মেয়ে বই, খাতা, পেন কিনে দেন সমীরণপ্রসাদ বাবু। তাকে নিয়ে গর্বের অন্ত নেই এলাকাবাসীর।

ষোল আনার পাঠশালা চালুর প্রসঙ্গে শিক্ষক দিবসের প্রাক্কালে সমীরণপ্রসাদ চক্রবর্তী বলেন, আমার পরিবারের বাবা, কাকা, কাকিমা, বড়দি সহ অনেকেই পেশায় শিক্ষক ছিলেন। শিক্ষা মানুষকে শুধু শিক্ষিতই করে তোলে না চেতনা বোধও তৈরি করে। শিক্ষার প্রসার বৃদ্ধি হলে সমাজও উন্নত হয়। কিন্তু পরিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষকের কাছে পড়তে না যেতে পারাটা সত্যি দুর্ভাগ্যের। তাই গরিব ঘরের পড়ুয়াদের সুশিক্ষিত করে মানুষের মত মানুষ তৈরী করার সংকল্প নিয়েই ষোলো আনার পাঠশালা চালু করেছেন। যতদিন শরীর সায় দেবে ততদিন পাঠশালা চালিয়ে যাবেন বলে সমীরণপ্রসাদ বাবু জানিয়েছেন।

ষোল আনার পাঠশালার পড়ুয়া শুভ সাহা, প্রীতম ঘরামি প্রমুখরা  জানায়,“তাঁরা সবাই গরিব পরিবারের সদস্য। লেখাপড়া শেখার জন্য সমীরণ স্যারই তাদের ভরসা। ষোল আনা গুরুদক্ষিণা নিয়েই স্যার তাদের ভালো ভাবে পড়ান। প্রতিটি বিষয় তাদের সহজভাবে বুঝিয়ে দেন। আমাদের এখানে তাই পড়তে আসতে ভীষণ ভালো লাগে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Suvendu Adhikari | মঙ্গলেই ‘অমঙ্গল’ শুভেন্দুর! বিরোধী দলনেতার বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন...

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...

Andhra Pradesh | ধর্ষণের জেরে গর্ভবতী কিশোরী, সন্তান প্রসবের পর মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে...

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...