Tuesday, April 30, 2024
HomeTop Newsরাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির শুভেন্দু, তুমুল বচসা পুলিশের সঙ্গে

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির শুভেন্দু, তুমুল বচসা পুলিশের সঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমগ্র রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি।আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন।মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন। কিন্তু সেখানে উপস্থিত পুলিশ শুভেন্দু অধিকারীকে ভেতরে ঢুকতে বাঁধা দেয়।যা নিয়ে শুরু হয় তুমুল বচসা।

গত কয়েকবছর ধরেই পুজোর আগে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যায়। করোনা পর্বে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত বছর থেকে ফের ডেঙ্গি চোখ রাঙাচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় প্রশাসনও। জেলাশাসক থেকে স্বাস্থ্য অফিসারদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

এদিন শুভেন্দু অধিকারী বিজেপির ২২জনকে বিধায়ককে নিয়ে উপস্থিত হন স্বাস্থ্য ভবনে।কিন্তু পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন গেটের বাইরেই।বাঁধা অতিক্রম করে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কেরা ভেতরে ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয়,ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দুই পক্ষের মধ্যে।

বিজেপির দাবি, স্বাস্থ্যসচিবকে চিঠি ও প্রস্তাব দিতে এসেছিলেন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। রাজ্যে কেন এত বাড়বাড়ন্ত ডেঙ্গি, প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে ডেঙ্গি মোকাবিলায় সেইসব জানতেই শুভেন্দুদের আগমন।কিন্তু পুলিশের বাঁধা পেয়ে গেটের বাইরে বিক্ষোভ দেখান তারা।সাথে শ্লোগান দেয় রাজ্য সরকারের বিরুদ্ধে।

শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে রীতিমতো জড়িয়ে পড়েন বাকযুদ্ধে।পুলিশ অভিযোগ করে বিরোধী দলনেতা তাদের ধমকান। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন।সেসময় শুভেন্দু বলেন, ‘শুনলাম, আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম।’

প্রসঙ্গত উল্লেখ্য, স্পেন ও দুবাই সফরে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গত বুধবার তিনি নবান্নে যাবেন বলে জানিয়েছিলেন। তখন স্বরাষ্ট্রসচিব তাকে দেখা করার জন্য সময় না দিয়ে জানিয়েছিলেন, শনিবার দেখা করতে।শনিবারের পরিবর্তে মঙ্গলবার তিনি নবান্নে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | তৃতীয় দফা ভোটের আগে দলের প্রার্থীদের চিঠি লিখলেন মোদি,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগেই প্রধানমন্ত্রীর (Prime Minister) বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ উঠেছিল।  এবার পিছিয়ে পড়া শ্রেণির ভোট নিশ্চিত করতে দলিত ও তপসিলি তাস খেললেন...

Totapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

0
নাগরাকাটা: শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের প্রাক্কালে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে (Totapara Tea Garden)। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র...

Gorumara National Park | কেমন আছে গরুমারা? খতিয়ে দেখতে এলাকায় ফরাসি প্রতিনিধি দল

0
শুভদীপ শর্মা ও অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: গরুমারা জঙ্গল (Gorumara National Park) কীভাবে পরিচালিত হচ্ছে? কেমনই বা রয়েছে এখানের বন ও বুনোরা? বন দপ্তরের সঙ্গে...

Harirampur | চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

0
হরিরামপুর: বাড়ি থেকে একশো মিটার দূরে চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল এলাকাজুড়ে। হরিরামপুরের (Harirampur) ধনাইপুরের ঘটনা। মৃতের নাম সন্তোষ গোস্বামী (৬১)।...

Kaliyaganj | প্রভাবশালীদের দাপটে ভরাট হচ্ছে পুকুর ও নদী! পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ফের শিরোনামে কালিয়াগঞ্জের (Kaliyaganj) শ্রীমতি নদী। বেলাগাম মাটি চুরির অভিযোগে ক্ষিপ্ত সেখানকার বাসিন্দারা। এনিয়ে কালিয়াগঞ্জ থানায় (Kaliyaganj police station) অভিযোগও দায়ের...

Most Popular