Exclusive

Bengal Safari Park | ভালোবাসার দিনে সঙ্গীর খোঁজে গর্জন সীতার

রাহুল মজুমদার, শিলিগুড়ি: ভালোবাসার দিনেই কাছে নেই সঙ্গিনী। দুজনকে পাশাপাশি দুটি শেলটারে বন্দি করে রাখা হলেও একে অপরকে দেখার জো নেই। তাই বেজায় মন খারাপ বেঙ্গল সাফারির নয়া সদস্য আকবরের। সঙ্গীকে দেখতে না পেয়ে রাগে ফুঁসছে সীতা। দুজনেই এদিন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম খাবার খেয়েছে। আকবরকে দিনভর নাইট শেলটারের (Night Shelter) একটি কোনায় বসে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে, সীতাও তার সঙ্গীর জন্য দিনভর গর্জন করেছে। রাজ্য জু অথিরিটির (Zoo Authority) সদস্য সচিব সৌরভ চৌধুরীর বক্তব্য, ‘দুজনেই সুস্থ রয়েছে। খাবারও খেয়েছে। বেঙ্গল সাফারির বাকি সদস্যরাও ভালো আছে।’

বছর সাতেক আগে ত্রিপুরার চিড়িয়াখানায় জন্ম হয়েছিল আকবরের। একসঙ্গে তিন শাবকের জন্ম দিয়েছিল আকবরের বাবা-মা। তাই অমর-আকবর-অ্যান্টনি সিনেমার নামে তিনজনের নাম রাখে কর্তৃপক্ষ। আকবরের জন্মের বছর দুয়েক বাদে ত্রিপুরার চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। ছোট থেকেই দুজনের মধ্যে সখ্য ছিল। তাই সেখানে দুজনকে একসঙ্গেই রাখা হত। দুই রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে অ্যানিমাল এক্সচেঞ্জ (Exchange) প্রক্রিয়ার শুরু হওয়ার সময় বেঙ্গল সাফারির (Bengal Safari) কর্তারা অমর, আকবর, অ্যান্টনি তিনজনকেই দেখেন। সেইসঙ্গে সীতাকেও পর্যবেক্ষণ করা হয়। সাফারি কর্তারা দেখতে পান আকবরের সঙ্গেই সীতার বেশি সখ্য রয়েছে। দুজনে একসঙ্গে ছোটাছুটি করে খেলাধুলো করছে। সেইমতো এই দুজনকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার দুপুরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসে পৌঁছায় সিংহ জুটি। কিন্তু পার্কে আনার পরেই দুজনকে পৃথক পৃথক নাইট শেলটারে রাখা হয়েছে। সোমবার বিষয়টি দুজনের ওপর তেমন প্রভাব না ফেললেও মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা বদল হয়েছে। সাফারি পার্ক সূত্রেই জানা গিয়েছে, প্রথম দিন নির্বিঘ্নে কাটলেও মঙ্গলবার সকাল থেকেই মনমরা আকবর। শেলটারের এককোণে বসে থাকছে। খাবার দেওয়া হলে অনেকক্ষণ বাদে কাছে এসে খাচ্ছে। বসে বসে সাফারির কর্মীদের পর্যবেক্ষণ করছে। অন্যদিকে, সীতা সকাল থেকেই শেলটারে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে।

পার্কের কর্মীদের ধারণা, সঙ্গীর থেকে আলাদা হয়েই দুজনের স্বভাবে এই পরিবর্তন। অন্যদিকে, দুজনের স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখছেন সাফারি পার্কের চিকিৎসকরা। খাবারের সঙ্গে বিভিন্ন প্রোটিন (Protein) জাতীয় বস্তু দেওয়া হচ্ছে। আটটি সিসিটিভি (CCTV) ক্যামেরার মাধ্যমে দুজনের ওপর নজর রাখা হচ্ছে

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের…

32 mins ago

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের…

9 hours ago

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে…

10 hours ago

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি…

10 hours ago

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

11 hours ago

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ…

11 hours ago

This website uses cookies.