Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গSitalkuchi | তিন বছরেও গ্রেপ্তার হয়নি মূল দুই অভিযুক্ত, সিবিআইয়ের তদন্তে অসন্তুষ্ট...

Sitalkuchi | তিন বছরেও গ্রেপ্তার হয়নি মূল দুই অভিযুক্ত, সিবিআইয়ের তদন্তে অসন্তুষ্ট মৃতের পরিবার   

শীতলকুচিঃ গত বিধানসভা ভোটে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের আনন্দ বর্মন নামে এক বিজেপি সমর্থক। ঘটনার তিন বছরেও মূল দুই অভিযুক্ত হাকিম মিয়াঁ ও মিঠুন মিয়াঁকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। যা নিয়ে ক্ষোভ দিনকে দিন বাড়ছে আনন্দ পরিবার সহ পাঠানটুলির বাসিন্দাদের মধ্যে।

আনন্দর ঠাকুরদা মনোরঞ্জন বর্মনের কথায়, ‘সিবিআই কী করছে ঠিক বুঝে উঠতে পারছি না। অপরাধীরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সিবিআই অফিসাররা এক বছর ধরে এলাকায় আসছেন আর ফিরে যাচ্ছেন। সবরকম সহযোগিতা করা হয়েছে সিবিআইকে। এরপরেও ওই দুই অপরাধী গ্রেপ্তার হয়নি।’

উচ্চ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটদান পর্ব ও ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছিল সিবিআই। রাজ্যের নানা ঘটনা সহ শীতলকুচির পাঠানটুলির তরুণ আনন্দ খুনের ঘটনারও তদন্ত শুরু করে তারা। তদন্তে নেমে এক বছর ধরে কোচবিহারের গোপালপুর বিএসএফ ক্যাম্পে ঘাঁটি গেড়ে বসেন সিবিআই অফিসাররা। যদিও মূল অভিযুক্তরা আজও অধরা। অভিযুক্তদের সন্ধানে পুরস্কার ঘোষণা করেও লাভ হয়নি।

তবে এই খুনের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে যাওয়ার আগে রাজ্য পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। সে জামিন পেয়ে যায় আদালতে। হাকিম, মিঠুন সহ সিবিআই তদন্তে আরও যে পঁাচজন অভিযুক্তর নাম উঠে আসে, তারা হল-করিম মিয়াঁ, বুলু মিয়াঁ, দীনেশ্বর বর্মন, নিত্যানন্দ বর্মন ও সুভাষ বর্মন। এই পাঁচজন গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তরা এলাকার বাইরে রয়েছে বলে দাবি তদন্তকারী সিবিআই আধিকারিকদের। তাঁদের কথায়, ঘটনার তদন্ত চলছে। আদালত অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই।

বিষয়ট নিয়ে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, ‘বিজেপির নির্দেশে সিবিআই চলছে। আনন্দ খুনের ঘটনায় বিজেপি সেরকম রাজনৈতিক ফায়দা পাবে না, তাই সিবিআইয়ের তৎপরতা কমে গিয়েছে। আমিও চাই কেউ দোষী হলে অবশ্যই তার শাস্তি হোক।’

বিজেপি যুব মোর্চার শীতলকুচি ৫ মণ্ডলের সভাপতি দেবাশিস বর্মনের পালটা বক্তব্য, ‘স্থানীয় পুলিশ তদন্তে সিবিআইকে সহযোগিতা করছে না। তাই অভিযুক্তদের ধরতে দেরি হচ্ছে। সিবিআইয়ের উপর সাধারণ মানুষের ভরসা রয়েছে। উপযুক্ত প্রমাণ সহ তারা অভিযুক্তদের গ্রেপ্তার করবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | আগুনে পুড়ে ছাই ভুট্টা ক্ষেত, মাথায় হাত চাষিদের

0
মানিকচক:  আগুনে ভস্মীভূত হল ২০০০ বিঘা ভুট্টার ক্ষেত। বুধবার দুপুরে মানিকচকের চর এলাকার ভুট্টার জমিতে আগুন লাগে। সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে চর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক

Madhyamik Result 2024 | মাধ্যমিকে দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা

0
শিলিগুড়ি: মাধ্যমিকে (Madhyamik Result 2024) দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা। শিলিগুড়ির (Siliguri) আশিঘর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের...

হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা ফেরানো হল মালিককে  

0
চালসা: হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা সহ ব্যাগ ফেরানো হল মালিককে। গত মঙ্গলবার মেটেলির বিডিও অফিস চত্বরে ওই টাকা সহ ব্যাগ ফেলে যান মেটেলির...

GTA Recruitment Corruption | জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে) নিয়োগ দুর্নীতিতে (GTA Recruitment Corruption) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিবিআই (CBI) তদন্তের ওপর স্থগিতাদেশ...

Most Popular