Friday, May 17, 2024
HomeBreaking Newsপাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া হল না বাবরদের

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া হল না বাবরদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা চারটে ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের রাস্তা প্রশস্ত হল পাকিস্তানের। শুক্রবার বাবর আজমরা হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভার ব্যাট করে ২৭০ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারেই ৯ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের। শুক্রবার চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কার্যত বিদায় নিল বাবর আজমরা। বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এদিন দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন প্রোটিয়ারা। ১৬ বল বাকি থাকতে ১ উইকেটে জিতে পাকিস্তানের বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ করে দিল বাভুমার টিম।

এদিন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সম্মুখসমরে নামে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মাত্র ৩৮ রানের মধ্যেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লা শফিক ও ইমাম উল হক। অধিনায়ক বাবর আজমকে নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন মহম্মদ রিজওয়ান। রিজওয়ান ২৭ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। হাফ-সেঞ্চুরি করেন বাবর আজম ও সউদ শাকিল। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন শাদব খান। পাকিস্তান ৪৬.৪ ওভারে ২৭০ রানে অল-আউট হয়ে যায়। এছাড়া দলের আবদুল্লা শফিক ৯, ইমাম উল হক ১২, ইফতিকার আহমেদ ২১, মহম্মদ নওয়াজ ২৪, শাহিন আফ্রিদি ২ ও মহম্মদ ওয়াসিম ৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি ১০ ওভারে ৬০ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। মারকো জানসেন ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পান। জেরাল্ড কোয়েটজি ৭ ওভারে ৪২ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। ১টি উইকেট নেন লুঙ্গি এনগিদি।

২৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করে নামে দক্ষিণ আফ্রিকা। ৪৭.২ ওভারেই পাকিস্তানকে হারিয়ে দিল কুইন্টন ডি-ককরা। ২৭১ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ছন্দপতন হলেও, এইডেন মার্কব়্যামদের কাঁধে ভর দিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা। ৪৬ ওভারেই ৯ উইকেট হারিয়ে ফেলে তেম্বা বাভুমার দল। পাকিস্তানের হয়ে ভালো বল করেন শাহিন শাহ আফ্রিদি ও উসামা মীর। শেষ পর্যন্ত কেশব মহারাজ ও শামসির কাঁধে ভর দিয়ে পাকিস্তান ব্রিগেডকে হারাল দক্ষিণ আফ্রিকা। ১৬ বল বাকি থাকতে ১ উইকেটে জিতে পাকিস্তানের বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ করে দিল প্রোটিয়ারা।

৬ ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট মাত্র ৪। শেষ চার ম্যাচে টানা হেরে যায় পাকিস্তান। বাবরদের আর বাকি রয়েছে তিন ম্যাচ। সবকয়টি ম্যাচ জিতলে ১০ পয়েন্ট হবে বাবরদের। তা দিয়ে যে সেমিফাইনালের পৌঁছান সম্ভব হবে না। পাকিস্তানকে হারিয়ে নিজেদের জায়গা আরও একটু মজবুত করল দক্ষিণ আফ্রিকা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে রাস্তাটা দেখেছিলেন, তার সঙ্গে এখনকার কোনও মিল নেই। স্বাভাবিক।...

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের...

Sitalkuchi shootout | ভোট মিটতেই উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান

0
শীতলকুচি: ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস (TMC) প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে গুলি (Sitalkuchi...

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা। বৃহস্পতিবার রাতে উত্তর ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি...

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)। ফাল্গুনি শেন পিককের...

Most Popular