Monday, December 4, 2023
HomeBreaking Newsঅনির্দিষ্টকালের জন্য নির্বাসনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! বিপাকে দ্বীপরাষ্ট্র   

অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! বিপাকে দ্বীপরাষ্ট্র   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের মাটিতে এশিয়া কাপ জয় করতে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে দেশের মাটিতেই লজ্জার হার হয়েছিল তাঁদের। বিশ্বকাপেও হতাশাজনক পারফরম্যান্স। ব্যর্থতা মাথায় নিয়েই দেশে ফিরেছে লঙ্কার ক্রিকেটাররা। এরমাঝেই তাঁদের জন্য এল আরও একটি খারাপ খবর। এবার বিশ্ব ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত হলে গেল শ্রীলঙ্কা! নির্বাসনে পাঠাল আইসিসি। কিছুক্ষণ আগেই এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। আগামী ২১ নভেম্বর আইসিসি বোর্ড মিটিং। তার ওপরেই নির্ভর করবে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। আইসিসির নিয়ম অনুসারে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ড একটি স্ব-শাসিত সংস্থা রয়েছে, যেখানে সে দেশের সরকারের কোনও রকম হস্তক্ষেপ থাকবে না। অভিযোগ, আইসিসি-র সদস্য হয়েও সেই নিয়ম ভেঙেছে শ্রীলঙ্কা। বোর্ডের কাজের ব্যাপারে সে দেশের সরকারের হস্তক্ষেপ ভালভাবে নেয়নি আইসিসি। তাই নির্বাসনের সিদ্ধান্তে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। সেমিফাইনাল দূর অস্ত, বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র দুটি জয়। বিশ্বকাপে দলের এত খারাপ পারফরম্যান্সে হতাশ দেশবাসী। বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সর্বসম্মত ভাবে একটি প্রস্তাব পাস করা হয়। সেই প্রস্তাব মোতাবেক শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ছাঁটাই করা হয়। সংসদে শাসক-বিরোধী উভয় দলই এই প্রস্তাবে সম্মতি জানায়। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিঙ্ঘে শ্রীলঙ্কা বোর্ড ভেঙে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণততুঙ্গাকে অন্তর্বর্তী দায়িত্ব দেন। রণতুঙ্গার নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিও গড়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের কারণেই অনির্দিষ্ট কালের জন্য নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত একপ্রকার পাকা করেছে আইসিসি। এর আগে আইসিসি ২০২১ সালে একই কারণে জিম্বাবোয়েকে নির্বাসিত করেছিল আইসিসি।

জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ইস্যুতে বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বৈঠকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগ, বোর্ডের কাজের ব্যাপারে সে দেশের সরকারের হস্তক্ষেপ ভালভাবে নেয়নি আইসিসি। আইসিসি-র সদস্য হয়েও নিয়ম ভেঙেছে শ্রীলঙ্কা। তাই নির্বাসনের সিদ্ধান্তে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী ২১ নভেম্বর আইসিসি বোর্ড মিটিং। তার ওপরেই নির্ভর করবে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ।

এদিকে, ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা। নির্বাসন না তোলা হলে এই টুর্নামেন্ট কোনও ভাবেই আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। শুধু তাই নয়, কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। আইসিসি জানিয়েছে, যতদিন না পর্যন্ত পরবর্তী কোনও নির্দেশ আসছে ততদিন বহাল থাকবে এই শাস্তি। তেমন হলে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করা হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments