উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১৬ এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।সোমবার সাংবাদিক সম্মেলন থেকে একথা জানালেন তিনি।
এদিন হাইকোর্টের রায়দানের পর এসএসসির চেয়ারম্যান এক সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে তিনি স্পষ্ট জানান, ‘আমি উচ্চ আদালতের রায়ে খুশি নই। মাত্র পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার চাকরি বাতিল হবে কেন?’
তাঁর আরও সংযোজন ‘আদালতের রায় আমি এখনও পড়েনি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেব।প্রায় ৩০০ পাতার রায়।সাড়ে তিনশোটা মামলা।ভেতরে অনেক পয়েন্টস আছে। সুনির্দিষ্ট কোনও নির্দেশ আছে কি না দেখতে হবে। সবটা না পড়ে কিছু বলা মুশকিল।’
উল্লেখ্য, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ আজ এসএসসি মামলার রায়দান করেন। তাতেই ২০১৬ সালের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। শুধু চাকরি বাতিল নয়, চার সপ্তাহের মধ্যে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে।