উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইআইটি ছাত্রের রহস্যমৃত্যু দিল্লিতে। হস্টেলের বন্ধ ঘরের দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সঞ্জয় নেরকার(২৪)। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। সঞ্জয় এমটেক-এর ছাত্র ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে ওই পড়ুয়া। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের বাবা-মা ছেলেকে ফোন করেছিলেন। কিন্তু বার বার ফোন করেও ছেলেকে না পেয়ে হস্টেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। নিরাপত্তারক্ষীরা সঞ্জয়ের বন্ধুদের খোঁজ নিতে বলেন। তাঁরা গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ডাকাডাকি করেও লাভ হয়নি। তার পর নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরের মধ্যে সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান নিরাপত্তারক্ষী এবং অন্যান্য পড়ুয়ারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর আইআইটি কর্তৃপক্ষ মৃতের পরিবারকে বিষয়টি জানান।
কেন সঞ্জয় আত্মহত্যা করলেন, তার কারণ খুঁজছে পুলিশ। মানসিক চাপ থেকেই এমন সিদ্ধান্ত নিলেন, নাকি আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।