সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আজ এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ, বুধবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে টুইটে জানিয়েছেন তিনি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি খাদিকুল গ্রামে যাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। এই বিস্ফোরণের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, বেআইনি বাজির আড়ালে কি চলছিল বোমার কারখানা? ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

এই ঘটনার মাঝেই পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে।’ টুইটে শুভেন্দুর দাবি, ‘তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ ঘটে।’ এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান শুভেন্দু। তাঁর দাবি, ‘কৃষ্ণপদ বাগকে বেআইনি লাইসেন্স দিতে মাসে ৫০ হাজার করে তোলা আদায় করত পুলিশ।’ যদিও অভিযুক্ত ভানু বাগের সঙ্গে তৃণমূল যোগ উড়িয়ে পালটা বিজেপি পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘তৃণমূলের হলে কী আগে গ্রেপ্তার করা হত, কেন খোঁজ রাখেনি বিজেপির পঞ্চায়েত?’

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন ভানুর শরীরেও আঘাত লাগে। তবে পরিস্থিতি বেগতিক দেখে তিনি এবং তাঁর স্ত্রী চম্পট দেন এলাকা থেকে। গ্রামবাসীদের দাবি, বাইকে করে ওডিশা পালিয়েছেন তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

Mamata Banerjee in London | ৬ দিনের সফরে লন্ডনে মমতা, সোমবার থেকে ঠাসা কর্মসূচি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মেঘলা আকাশ, কনকনে শীতের...

CM Mamata Banerjee | দুবাই পৌঁছে লন্ডনের উদ্দেশে পাড়ি মমতার, দুপুরে নামবেন হিথরো বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবাই (Dubai) পৌঁছানোর পর এবার...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...