Saturday, April 27, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গঅর্থাভাবে ধুঁকছে উত্তরবঙ্গের প্রথম পুতুল নাটকের দল, সরকারি ভাতার দাবি শিল্পীদের

অর্থাভাবে ধুঁকছে উত্তরবঙ্গের প্রথম পুতুল নাটকের দল, সরকারি ভাতার দাবি শিল্পীদের

মেখলিগঞ্জ: উত্তরবঙ্গে প্রথম দণ্ড পুতুল নিয়ে কাজ শুরু করেছিল মুক্তচিন্তা তরাই পুতুল নাট্য সংস্থা। কিন্তু বর্তমানে টাকার অভাবে ধুঁকছে দলটি। এভাবে চললে একদিন মানুষের স্মৃতি থেকে হয়তো মুছেই যাবে এই ঐতিহ্যবাহী শিল্প। বৃহস্পতিবার ছিল বিশ্ব পুতুল নাটক দিবস। আর এদিন নতুন করে ঘুরে দাঁড়ানোর শপথ নিলেন ওই দলের শিল্পীরা।

মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়িতে বিশ্ব পুতুল নাটক দিবস পালন করা হয় প্রতিবছর। এবছরও তার ব্যতিক্রম হল না। আর এদিনই এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ের কথা বারবার বলা হয়। ওই দলের শিল্পীরা জানালেন, এই শিল্প বাঁচাতে সরকারি উদ্যোগের প্রয়োজন। পাশাপাশি পুতুলশিল্পীদের সরকারি ভাতার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

শিল্পীদের কথায়, মানুষের মধ্যে জনস্বাস্থ্য ও সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালের এপ্রিলে এই পুতুল নাটকের দলটির জন্ম হয়েছিল সীমান্তবর্তী এই গ্রামে। এটি উত্তরবঙ্গের একমাত্র দণ্ড পুতুল নাটকের দল। এই দল তৈরিতে তৎকালীন মেখলিগঞ্জের বিডিও শুভাশিস ঘোষের বিশেষ ভূমিকা ছিল। সেই সময় তাঁর উদ্যোগেই পুতুল নাটক বিশেষজ্ঞ শুভ জোয়ারদারকে কলকাতা থেকে নিয়ে এসে চ্যাংরাবান্ধায় টানা একমাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

ভারতের সংগীত নাট্য অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক পুতুল নাটক সংগঠনের নাম ‘ইউনিমা’, যার কেন্দ্রীয় দপ্তর সুইৎজারল্যান্ডে। ফ্রান্সের প্রাগ শহরে ২০০০ সালে প্রথম ‘আন্তর্জাতিক পুতুল নাটক দিবস’ পালিত হয়। সেই থেকেই প্রতিবছর এইদিনটিতে আন্তর্জাতিক পুতুল নাটক দিবস পালন করা হয়ে আসছে।

মুক্তচিন্তা তরাই পুতুল নাট্য সংস্থার হাত ধরে ২০০৯ সালের ২১ মার্চ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তঘেঁষা ভোটবাড়ি গ্রামে উত্তরবঙ্গে প্রথম বিশ্ব পুতুল নাটক দিবস পালিত হয়। গোলাম মোস্তফা হোসেন, কৃষ্ণ কর্মকার, বাবুনাথ রায়, আইজার মহম্মদ, ভবেন রায়, দীনেশ রায়দের মতো পুতুলশিল্পীদের কথায়, এটি একটি লোকশিল্প। ডিজিটাল জমানায় এই শিল্প আজ হারিয়ে যাবার উপক্রম। এই শিল্পীরা পুতুলের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছেন আজও।

সংস্থার সভাপতি শচিমোহন বর্মন বলেন, ‘বর্তমানে নানা কারণে এই শিল্পকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। তবে একে বাঁচাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছি না।’ শিল্পী কৃষ্ণ কর্মকার জানান, মানুষের সহযোগিতা পেলে নতুন আঙ্গিকে আবার মঞ্চ মাতাবে পুতুল।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | বেয়ারস্টোর শতরান, শশাঙ্কের বিধ্বংসী ব্যাটিং, কলকাতাকে হারিয়ে ম্যাচ জিতল পঞ্জাব কিংস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় পঞ্জাব কিংসকে ২৬২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই রুদ্ধশ্বাস ম্যাচে আট বল বাকি...

Civic volunteer | ভোটের ডিউটিতে কমিশনের আপত্তি, ছুটির মেজাজে সিভিকরা

0
তপনঃ ভোটের দিনে কোথাও দেখা গেল না সিভিক ভলান্টিয়ারদের। কার্যত ছুটির মেজাজে দিনটি কাটালেন সিভিকরা। ভোটে সরাসরি ডিউটি থাকে না। ভোটারদের সহায়তার মতো কাজে...

Kaliaganj | মৃত্যুঞ্জয়কে খুন করেছে পুলিশ! ন্যায়বিচারের আশায় ভোট দিলেন স্ত্রী

0
কালিয়াগঞ্জঃ লোকসভা ভোট হোক বা বিধানসভা অথবা পঞ্চায়েত ভোট,  প্রতি ভোটেই গৌরীর সঙ্গী ছিল তাঁর স্বামী মৃত্যুঞ্জয়। গত পঞ্চায়েত ভোটে গভীর রাতে বন্দুকের নল...

গরমে নাজেহাল? বাড়িতেই ঝটপট বানিয়ে নিন ‘ক্যাফে শেকেরাটো’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে তত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাড়ির বাইরে বেরনোই একপ্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। গরমের কারণে খাবারেও অনেক সময় অরুচি...

IPL-2024 | ব্যাট হাতে ইডেনে ফের বিধ্বংসী সুনীল নারায়ন, পঞ্জাবের বিরুদ্ধে ৭১ রান করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার আরও একবার ইডেনে ব্যাটে ঝড় তুললেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারায়ন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য ৭১ রানের ইনিংস উপহার...

Most Popular