Friday, April 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গগাজোলে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন, ঘুম উড়েছে বাসিন্দাদের

গাজোলে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন, ঘুম উড়েছে বাসিন্দাদের

গাজোল: বছরের অন্যান্য সময় শ্রীমতি নদীতে জল থাকে না বললেই চলে। কিন্তু বর্ষার সময় এই নদী হয়ে ওঠে ‘শ্রীমতি ভয়ংকরী’। প্রবল স্রোতে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি, বাঁশ বাগান, বাড়িঘর। গত ১০ বছর ধরে ওই এলাকায় ভাঙন চললেও গত দু’বছর ধরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তবে এবছর ভাঙন সব থেকে বেশি। নদীপাড় তো ভাঙছেই, সব থেকে ভয়ের কথা বসতি এলাকার উপরিভাগ ঠিক থাকলেও মাটির নীচ দিয়ে নদী কাটতে কাটতে চলে যাচ্ছে। এরপর হঠাৎ করেই ধস নামছে বসতি এলাকায়। মাটির তলায় চলে যাচ্ছে ঘরবাড়ি জমি জায়গা। আর এতেই ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের।

বর্তমানে এমনই অবস্থা গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর, মহাকাল বোনা, সুরোমনি, বেড় প্রভৃতি এলাকার। ব্যাপক পরিমাণে ভাঙন চললেও বিষয়টি অজানা ছিল প্রশাসনের। এবছর তেমনভাবে কাউকে জানানো হয়নি বলে স্বীকার করে নিয়েছেন ভাঙন পীড়িত বাসিন্দারা। তবে সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। বিডিওর নির্দেশে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত। এলাকা পরিদর্শনে যাওয়ার কথা বলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। নির্দিষ্ট জায়গায় আবেদন জানিয়ে ভাঙন কবলিত এলাকায় কীভাবে ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সভাপতি।

সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, নদীভাঙন এবং বন্যা এবার চরম আকার ধারণ করেছে। উত্তরের জেলাগুলিও যেমন ভাঙন এবং বন্যার কবলে পড়েছে, তেমনি মালদা জেলাতেও এই সমস্যা প্রবল আকার ধারণ করেছে। নদীভাঙন রুখতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তবে যেহেতু এগুলো জাতীয় সমস্যা তাই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারকেও এগিয়ে আসতে হবে। ভাঙনের খবর পেলে সেচ দপ্তরের আধিকারিক সেই সমস্ত এলাকা পরিদর্শন করছেন। ভাঙন কবলিত ওই সমস্ত এলাকাতেও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার পরিদর্শন করবেন। ওদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | আজ দ্বিতীয় দফা, দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিনকেন্দ্রে ভোটগ্রহণ শুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়ে গেল দ্বিতীয় দফার ভোট গ্রহন। রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট শুরু হয়েছে। আসনগুলি...

Loksabha Election 2024 | আর কিছুক্ষণের মধ্যেই শুরু দ্বিতীয় দফার ভোট, শেষ প্রস্তুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয় দফায় রাজ্যের ৩ আসনে আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হচ্ছে (Loksabha Election 2024)।  সারা দেশের ৮৮ আসনের...

Lok Sabha Elections 2024 | ভোটের আগের রাতে শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকা

0
শিলিগুড়ি: ভোটের আগের রাতে বিপুল নগদ সহ এক ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন রাত ১০ টা নাগাদ শিলিগুড়ির জলপাইমোড়ে নাকা চেকিং চলাকালীন...

Pakistan Economy | ‘বাংলাদেশের দিকে তাকালে লজ্জিত হতে হয়’, পড়শি দেশের অর্থনীতির প্রশংসায় শরিফ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অর্থনীতির (Pakistan Economy) টলোমলো অবস্থা সম্পর্কে সকলেই অবহিত। এবার দেশের শিল্প জগতের লোকজনের সামনে বৈঠকে সেই বেহাল অর্থনৈতিক অবস্থার...

Lok Sabha Elections 2024 | বিপুল টাকা সহ রোহিনী গেটে আটক জিএনএলএফ নেতার...

0
কার্শিয়াং: কার্শিয়াংয়ে ওঠার পথে রোহিনী গেটে আটক করা হল জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটিকে আটক করেন। সূত্রের খবর গাড়িতে প্রচুর...

Most Popular