Friday, April 26, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRaiganj | মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদলে গেল রাস্তার হাল! তড়িঘড়ি তাপ্পি মেরে...

Raiganj | মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদলে গেল রাস্তার হাল! তড়িঘড়ি তাপ্পি মেরে মুখরক্ষা প্রশাসনের

রায়গঞ্জ: মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতারাতিই পালটে গেল ভাঙা রাস্তার ছবি। তাপ্পি মেরেই সারাই হল বেহাল রাস্তা। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই।

রায়গঞ্জের (Raiganj) টাউন ক্লাব ময়দান থেকে মূল সড়ক পর্যন্ত রাস্তার অনেকটাই অংশ বেহাল অবস্থায় ছিল। আর মুখ্যমন্ত্রী সেই রাস্তা দিয়েই হেঁটে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেবেন বলে প্রশাসনের কাছে খবর আসে। আর সেই খবর মিলতেই সোমবার সন্ধ্যা থেকে রাস্তা মেরামতের জন্য তৎপরতা শুরু হয়ে যায়। ভাঙা রাস্তার উপর কোনওরকমে তাপ্পি মেরে দেওয়া হয়। মঙ্গলবার সেই রাস্তা দিয়েই হেঁটে যান মুখ্যমন্ত্রী। প্রশাসনের এই তৎপরতায় বিরোধীরা অবশ্য কটাক্ষের তির ছুড়েছে। অনেকেই জানিয়েছেন, সময়মতো দাবি তোলা সত্ত্বেও রাস্তার কাজ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী আসায় সেই কাজ সম্পন্ন হল।

মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে রায়গঞ্জে পথযাত্রা করেন তিনি। সেখানে সভা থেকে সরকারি সহায়তা প্রদান করেন মমতা। রায়গঞ্জে সভা সেরে হেলিকপ্টারে চেপে বালুরঘাট যান। রাতে বালুরঘাটে থেকে পরদিন সেখানে জেলার সরকারি সহায়তা প্রদান কর্মসূচি। সেই অনুষ্ঠান শেষে তিনি ওই দিনই মালদা যাবেন। মালদার কর্মসূচি শেষে তিনি মঙ্গলবারই মুর্শিদাবাদ যাবেন। সেখানকার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর পৌঁছোবেন। সেখানে রাত্রিবাস করে পরদিন সেখানে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। ১ ফেব্রুয়ারি ওই কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Supreme Court on VVPAT |  ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court on VVPAT)। শুক্রবার দ্বিতীয় দফার ভোট...

Lok Sabha Election 2024 | শিলিগুড়িতে তৃণমূল-বিজেপি কর্মীদের বচসা, শোরগোল এলাকায়

0
শিলিগুড়ি: ভোটের (Lok Sabha Election 2024) দিন শিলিগুড়ি নেতাজি হাইস্কুলের সামনে বচসায় জড়ালেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূল কাউন্সিলার অভয়া...

Alipurduar | ঋণ শোধ নিয়ে বিপাকে চাকরিহারা শিক্ষকরা

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: হাইকোর্টের নির্দেশে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ব্যাংক ঋণ পরিশোধ প্রক্রিয়া এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদিও এখনই তাঁদের বেতন বন্ধের কোনও সরকারি নির্দেশিকা...

Sukanta Majumdar | সুকান্তকে ঘিরল তৃণমূল, ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ায় উত্তেজনা, পালটা দিলেন বিজেপি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) চলাকালীন উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের (Tapan) পতিরামে (Patiram)। সেখানে জেলা বিজেপির যুব মোর্চার...

Sukanta Majumdar | বিজেপি বিপুল ভোটে জয়ী হবে, ভোট দিয়ে আশাবাদী সুকান্ত

0
বালুরঘাট: ভোট দিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত জানান, গত রাতেই তাঁদের এজেন্টের বাড়িতে তৃণমূলের তরফে হামলা...

Most Popular