Friday, April 26, 2024
HomeExclusiveজিআর না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, ক্রান্তি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ

জিআর না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, ক্রান্তি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ

মঙ্গলবার সকালে সরকারি খাদ্যসামগ্রী নিতে ক্রান্তি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভিড় জমান বাসিন্দারা। কিন্তু বিডিও অফিস থেকে জিআর দিতে অস্বীকার করায় ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের।

ক্রান্তি: গ্রাম পঞ্চায়েত সদস্যদের স্বাক্ষর সত্ত্বেও ক্রান্তি বিডিও অফিসে এসে জিআর না পাওয়ায় বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। মঙ্গলবার সকালে সরকারি খাদ্যসামগ্রী নিতে ক্রান্তি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভিড় জমান বাসিন্দারা। কিন্তু বিডিও অফিস থেকে জিআর দিতে অস্বীকার করায় ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের। প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে শামিল হন দুই শতাধিক উপভোক্তা। ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রতি মঙ্গলবার করে ক্রান্তি বিডিও অফিস থেকে বিশেষভাবে সক্ষম, যক্ষা, ক্যান্সার সহ মারণরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে জিআর দেওয়া হয়। খাদ্য সামগ্রী নিতে আসা বাসিন্দাদের অভিযোগ, গত ৯ জানুয়ারি মঙ্গলবার বিশেষ সুবিধাভোগীদের ছাড়াও এর বয়স্ক, বিধবা সহ বহু মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় মাইকের মাধ্যমে ঘোষণাও করা হয়েছিল। এদিন চিকনমাটি থেকে টোটো ভাড়া করে এসেছিলেন ফজল ইসলাম। ক্ষোভের সাথে জানান তিনি, “পঞ্চায়েত সদস্যের স্বাক্ষরপত্র নিয়েই এদিন এসেছি। এতগুলো টাকা ভাড়া গুনতে হয়েছে।” বিডিও অফিস থেকে তাহলে এমন ঘোষণা করা করা হয়েছিল কেন।’ ক্ষোভ সামলাতে আসরে নামেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। তিনি বলেন, “বিশেষ সুবিধাভোগীদের প্রাপ্য দেওয়ার পর এলাকায় এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে চিহ্নিত করে যাদের প্রাপ্য তাঁদের একে একে দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারি অনুদান পাওয়ার ঘোষনা শুনেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন।” খুব দ্রুত সবকিছু সিস্টেমের মধ্যেই চলে আসবে বলে জানান তিনি।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopards in the tea garden even in summer

Leopard | গরমেও চা বাগানে চিতাবাঘ, আতঙ্ক

0
সমীর দাস, কালচিনি: এতদিন চিতাবাঘ জঙ্গল ছেড়ে মূলত শীতের মরশুমে আশ্রয় নিত জঙ্গল সংলগ্ন চা বাগানে(Tea Garden)। তবে এখন দেখা যাচ্ছে গরমের মরশুমেও চা...

Mamata Banerjee | ‘বদলা নয়, বদল চাই বলাটা সবচেয়ে বড় ভুল ছিল’, পিংলার সভায়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালঃ ‘বদলা নয়, বদল চাই’। সেই সময় সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম। শুক্রবার বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে পিংলার নির্বাচনি সভা থেকে...

Sandeshkhali | সন্দেশখালির গোপন ডেরায় এনএসজি, রোবট নামিয়ে চলছে তল্লাশি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডি (ED), সিবিআইয়ের (CBI) পর এবার সন্দেশখালিতে (Sandeshkhali) হানা দিল সিবিআই (CBI)। সূত্রের খবর, যে বাড়িতে অস্ত্র ভাণ্ডারের হদিস মিলেছে,...
everyone is fascinated by the model booth of gorubathan

Gorubathan | রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার, গরুবাথানের মডেল বুথে মুগ্ধ সকলে

0
গরুবাথান: কালিম্পং জেলার পাহাড়ি ব্লক গরুবাথান(Gorubathan)। দার্জিলিং লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত পাহাড়ি ব্লকেও মডেল ভোটকেন্দ্র(Model Booth) তৈরি করেছিল প্রশাসন। এই ভোটকেন্দ্রের ব্যবস্থায় খুশি ভোটার সহ...

Sandeshkhali | বারুদের স্তূপে বাংলা! সন্দেশখালির গোপন ডেরা থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার এনএসজির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে অস্ত্র। শুক্রবার সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়া এলাকায় হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিদেশি অস্ত্রশস্ত্র...

Most Popular