বক্সিরহাট: অসম-বাংলা সীমান্তে পাচারের পথে তক্ষক উদ্ধার করল অসম বন দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম, আনোয়ার হোসেন।
বন দপ্তরের ছাগলিয়ার রেঞ্জার কোবিন কুমার বড়া জানান, বিএসএফের ৩১ নম্বর ব্যাটালিয়নের কাছে খবর পেয়ে বিএসএফ ও বন বিভাগ যৌথভাবে অসমের ধুবড়ি জেলার আগমনী থানার মৈচা গাও এলাকায় অভিযান চালায়। স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তক্ষকটি উদ্ধার করে। রেঞ্জার জানান, তক্ষকটির ওজন ২৫০ গ্রাম এবং দৈর্ঘ্যে প্রায় ১৬ ইঞ্চি। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, তক্ষকটিকে অসমের বাইরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। অভিযানে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় আরও একজন। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।