রাজ্য

Alipurduar | লক্ষ্য ষষ্ঠ তফশিল আদায়, আলিপুরদুয়ারে প্রার্থী দেবে ‘টাইগার’রা

মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: আলিপুরদুয়ারে (Alipurduar) প্রার্থী দেবে মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদ। সোমবার একথা জানান সংগঠনের সভাপতি রাজেশ লাকড়া ওরফে টাইগার। তাঁদের মূল লক্ষ্যই তরাই ডুয়ার্সে ষষ্ঠ তফশিল আদায়, স্পষ্ট বার্তা রাজেশের। আদিবাসী আবেগকে হাতিয়ার করে শতাধিক চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী দিলে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) উভয়ের ভোটব্যাংকেই থাবা পড়ার সম্ভাবনা রয়েছে। জল্পনা রাজনৈতিক মহলে।

ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন টাইগার। সোমবার তিনি বীরপাড়া, কালচিনি, আলিপুরদুয়ার চষে বেড়ান। বীরপাড়ায় স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘এমন প্রার্থীকে ভোট দিন যিনি ওভারব্রিজ তৈরি করবেন এবং ডলোমাইটের সমস্যা মেটাবেন। না হলে ডলোমাইটের দূষণে আপনারা ক্যানসারে আক্রান্ত হবেন।’ বিজেপি প্রার্থী (BJP Candidate) মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকের নাম করে তিনি বলেন, একজন বিধায়ক, আরেকজন রাজ্যসভার সাংসদ। অথচ ডলোমাইটের সমস্যা মেটাতে এবং বীরপাড়ায় আরওবি তৈরিতে এরা কোনও পদক্ষেপই করেননি। অভিযোগ রাজেশের। তবে জন বারলা (John Barla) সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি।

আর এতেই ভিন্ন সমীকরণের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। ২০২১ সালে মাদারিহাট বিধানসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন রাজেশ। সম্প্রতি তৃণমূল ত্যাগ করে তিনি মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদেই নিজেকে সীমাবদ্ধ রাখার কথা ঘোষণা করে আদিবাসীদের একগুচ্ছ দাবিদাওয়া আদায়ে পথে নেমেছেন। রাজেশের সঙ্গে বারলা রয়েছেন কি না তা নিয়ে গত ৬ মার্চই বারলা বলেছিলেন, ‘আদিবাসীরা আন্দোলন করছে। ওদের সঙ্গে তো আমাকে থাকতেই হবে।’

সাংসদ বারলাকে নিয়ে তিনি কেন নীরব, সেই প্রশ্নের জবাবে টাইগার বলেন, ‘তাঁর সাংসদ পদের মেয়াদ শেষের দিকে। তাই তাঁকে নিয়ে কিছু বলে লাভ নেই।’ রাজেশরা প্রার্থী দিলে বারলার ভূমিকা কী হবে, সেটাও একটা বড় প্রশ্ন। ফোন না ধরায় এ নিয়ে অবশ্য বারলার প্রতিক্রিয়া জানা যায়নি।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Abhijit Ganguly | মামলাকারীর ভূমিকায় প্রাক্তন ‘ধর্মাবতার’, এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিজিৎ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এতদিন যিনি ছিলেন ‘ধর্মাবতার’, আর আজ তিনি মামলাকারীর ভূমিকায়। তিনি আর…

5 mins ago

Maldives | ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার মাশুল! বিমান ওড়ানোর পাইলট নেই মালদ্বীপে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের উপহার দেওয়া তিনটি বিমান (Three aircraft) ওড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট…

5 mins ago

SSB | এসএসবি’র সাইকেল র‍্যালি

চালসা: পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থ্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাইকেল র‍্যালির (Cycle rally) আয়োজন…

20 mins ago

Jalpaiguri | অজানা কারণে থমকে শিকারপুরের দেবী চৌধুরানি মন্দিরের কাজ

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: অর্থ বরাদ্দ হওয়ায় চলছিল কাজ। কিন্তু মাঝপথে হঠাৎই অদৃশ্য কারণে থমকে গিয়েছে…

24 mins ago

Sandeshkhali | সন্দেশখালির ঘটনায় উসকানির অভিযোগ! গভীর রাতে পুলিশি হানায় গ্রেপ্তার ৪ বিজেপি নেতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এদিনের উত্তেজনার ঘটনায় চার বিজেপি কর্মীকে…

37 mins ago

ভোট বেহাতের আশঙ্কাই কি সত্য হবে

রন্তিদেব সেনগুপ্ত গত সপ্তাহে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শিহরিত এবং বিস্মিত হওয়ার…

51 mins ago

This website uses cookies.