রাজ্য

SSC | প্যানেল বাতিলের জের, শিক্ষক-শিক্ষিকারা পরিণত মিম মেটিরিয়ালে

মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: ২০১৬-র প্যানেল (SSC) বাতিল হওয়ার পরের দিনের কথা। বীরপাড়ার সুভাষপল্লির বেদান্ত দত্তকে দেখে পাড়াতুতো কাকুর সহাস্য প্রশ্ন, ‘চাকরিটা আছে তো?’

ঠান্ডা মাথায় তাঁকে বেদান্ত বললেন, ‘কাকু আমি তো প্রাথমিক স্কুলে শিক্ষকতা করি।’

শুধু পাড়াতুতো কাকুই নন! দু’একজন আত্মীয়ও নাকি ফোন করে জানতে চেয়েছেন, বেদান্তর চাকরিটা আছে না গিয়েছে। ঘটনা হল, প্রাইমারি নাকি হাইস্কুল, সাদা খাতাওয়ালা নাকি স্বচ্ছ পরীক্ষার্থী, কত সালের প্যানেল কোন প্রেক্ষিতে বাতিল তা নিয়ে স্বল্পশিক্ষিতরা তো বটেই, শিক্ষিতদেরও একটা অংশ অন্ধকারে। তবে সমাজের একেবারে নীচুতলাতেও খবর পৌঁছে গিয়েছে, মাস্টারদের চাকরি বাতিল। সমাজে নানা প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে ন্যূনতম ধারণা নেই, এমন অনেকেরই বক্তব্য, ‘মাস্টারদের চাকরি গিয়েছে ভালোই হয়েছে।’ শিক্ষকরা এককথায় মানছেন, অনিয়মের অভিযোগে প্যানেল বাতিলে সামগ্রিকভাবে শিক্ষকদের মর্যাদা মাটিতে।

এনিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজের আক্ষেপের কথা জানিয়েছেন ফালাকাটার কড়াইবাড়ির বাসিন্দা হাইস্কুল শিক্ষক সঞ্জীব কার্জি। সঞ্জীবের মহল্লাতেও উৎসুক পড়শিরা। প্রশ্ন একটাই! ‘সঞ্জীবের চাকরিটা আছে নাকি গিয়েছে?’ এনিয়ে আক্ষেপ করলেন মাদারিহাটের পশ্চিম খয়েরবাড়ির দধিরাম রায়ও। তাঁর কথায়, ‘আমি প্রাথমিক স্কুলের শিক্ষক। অথচ আমাকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’

প্যানেল বাতিলের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বেড়েছে মিমারদের। পশ্চিমবঙ্গে স্যোশ্যাল মিডিয়াজুড়ে এই মুহূর্তে শিক্ষক-শিক্ষিকাই সবচেয়ে আকর্ষণীয় মিম মেটিরিয়াল (Meme material)। মিম বানাতে গিয়ে টেনে আনা হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত জীবনকেও। চাকরির পর বিয়ে করেছেন অনেক শিক্ষকই। চাকরি গেলে বৌ থাকবে কি না, শ্বশুরমশাইকে যৌতুক ফিরিয়ে দিতে হবে কি না, তা নিয়েও মিম তৈরি করা হচ্ছে। রাঙ্গালিবাজনার প্রণতোষ সূত্রধর ২০১২ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ২০১৩ সাল থেকে কোচবিহারের একটি হাইস্কুলে যোগ দেন। তাঁর কথায়, ‘আমরা হীনম্মন্যতায় ভুগছি। শিক্ষিত লোকজনের প্রতিক্রিয়ায় অবাক হতে হচ্ছে।’ তবে সবারই এক কথা, এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে পড়লেন ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

11 mins ago

North Bengal University | এনবিইউ-এর নয়া আবিষ্কার, আর্সেনিকের বিষ ঠেকাবে গুতুম মাছের ব্যাকটিরিয়া

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জীব সৃষ্টির আদি সময় থেকেই পৃথিবীর সর্বত্র তাদের অবাধ বিচরণ। নেদারল্যান্ডসের বিজ্ঞানী…

32 mins ago

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

1 hour ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

2 hours ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

2 hours ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

2 hours ago

This website uses cookies.