উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় সন্ত্রাসবাদী, জঙ্গি, উগ্রবাদী বলে বিএসপি সাংসদকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। চন্দ্রযান ৩ এর সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য রাখছিলেন বিজেপির দক্ষিণ দিল্লির সাংসদ। সেইসময় তাঁর কথার মাঝেই কথা বলতে শুরু করেন বিএসপি সাংসদ দানিশ আলী। আর তা শুনেই মেজাজ হারিয়ে ফেলেন রমেশ। লোকসভার মাঝেই কুকথা বলতে শুরু করেন। বিজেপি সাংসদ দানিশকে তীব্র আক্রমণ করে বলেন, ‘ইয়ে উগরাওয়াদি, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়, উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়।’ শুধু তাই নয় তিনি দানিশকে, ‘মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া’ বলেও আক্রমণ করেন।
বিধুরীর ভাষণ টিভিতে লাইভ সম্প্রচার চলছিল। গোটা দেশ বিজেপি সাংসদের এই ভাষণ শুনেছেন। বিধুরীর বক্তব্যের সময় স্পিকারের চেয়ারে ছিলেন কংগ্রেস নেতা কোডিকুনাল সুরেশ। তিনি বিধুরীকে থামতে বলেন। তবে তাতেও থামেননি বিধুরী। আরও বলতে থাকেন, ‘বাহার ফেকো ইস মোল্লাকো’। বিজেপি সাংসদের এই ধরনের মন্তব্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী এবং লোকসভার উপনেতা রাজনাথ সিং দুঃখপ্রকাশ করেন। পরবর্তীতে সুরেশ সংসদের কার্যবিধি থেকে এই ভাষণ বাদ দেওয়ার নির্দেশ দেন। রমেশ বিধুরীর এই ‘ঘৃণা ভাষণ’ এর ভিডিয়োটি এক্সে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। ভিডিওর ক্যাপশনে প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতিকে ট্যাগ করে তিনি প্রশ্ন করেছেন, কোনও ব্যবস্থা নেওয়া হবে কি?