উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা ৫ ঘন্টা সিবিআইয়ের জেরার পর নিজাম প্যালেস থেকে বেরোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ওএমআর শিট কারচুপির ঘটনার তদন্তে হাইকোর্টের নির্দেশে বুধবার সিবিআই দপ্তরে সন্ধ্যা ৬টায় হাজিরা দিয়েছিলেন পর্ষদ কর্তা গৌতম পাল ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। তাঁদের জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেরা শেষে এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে গৌতম পাল বলেন, সিবিআই যে সব তথ্য জানতে চেয়েছেন, সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। বেশ কিছু নথিও জমা দিয়েছেন সিবিআইকে।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে সময়ের আগেই সিবিআইয়ের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের সাত মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। সিবিআই দপ্তরে প্রবেশের আগে সাংবাদিকদের এড়িয়ে যান পর্ষদ কর্তা। গৌতমের সঙ্গে সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারও।