বালুরঘাট: সংসদকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়াতে পারেন না। এর পেছনে ললিত ঝা, সৌরভ চক্রবর্তী আছে, নাকি মমতা ব্যানার্জী না তার ভাইপো আছে, তা তদন্ত হলেই বেড়িয়ে আসবে। তবে যেই থাকুক মমতা ব্যানার্জী এর দায় এড়াতে পারেন না। সংসদকাণ্ডে বাংলা যোগে একের পর এক নতুন নতুন নাম সামনে আসা নিয়ে ফের একবার রাজ্যকে বিঁধলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
রবিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে তাঁর অভিযোগ, এই ললিত ঝা র মত শহুরে নকশাল তথা টুকরে টুকরে গ্যাং তাদের প্রমাণ লোপাটের জন্য মোবাইল পুড়িয়ে দেওয়া ও তথ্য লোপাট করার চেষ্টা করুক না কেন, লাভের লাভ কিছুই হবে না। দেশের তদন্তকারি সংস্থাদের হাতে এখন নতুন নতুন টেকনোলজি রয়েছে। সত্য বের হবেই। তৃনমুল, বাম, কংগ্রেসকে বিঁধে সুকান্তর আরো অভিযোগ, এরা হলো সব চোরে চোরে মাসতুতো ভাই। এরাই তো বিধানসভা ভোটের সময় নো ভোট টু বিজেপি বলে আওয়াজ তুলেছিল। সুতরাং কারো বুঝে নিতে অসুবিধা হবার কথা নয়, হাতে হাত মিলিয়ে কারা কাজ করছে, আর কারাই বা চোরে চোরে মাসতুতো ভাই।