নাগরাকাটাঃ তৃণমূলের ভাল লোকজনদের জন্য তাঁদের দরজা খোলা আছে বলে জানালেন সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সলিল আচার্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুলকাপাড়ায় সারা ভারত কৃষক সভার দলীয় কার্যালয়ে একটি কর্মী সভায় সিপিএম নেতা সলিল বাবু বলেন, ওই দলে খারাপ লোকই বেশি। তবে কিছু ভাল লোক এখনও রয়েছেন। তাঁদের কাছে আবেদন আপনারা ওখানে থাকলে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। আপনারা চলে আসুন। আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তৃণমূলের খারাপ লোকজন ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। চোরেদের সরিয়ে দিয়ে বিকল্প নীতির ও গরীব মানুষের পঞ্চায়েত গড়াই সিপিএমের লক্ষ্য। সর্বত্র মানুষের দারুন সাড়া মিলছে। এবারের ভোটের মাধ্যমে এরাজ্যে নতুন দিনের শুরু হবে। ২০২৪ ও ২০২৬ এর নির্বাচনের লড়াইও আমরা পঞ্চায়েত ভোটের মাধ্যমে শুরু করে দিয়ে্ছি।
উল্লেখ্য নাগরাকাটার ৫ টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে সিপিএম ৭৬ টি আসনে মনোনয়ন পত্র পেশ করেছে। পঞ্চায়েত সমিতির ১৪ টি আসনের মধ্যে সিপিএম মনোনয়ন পেশ করেছে ১১ টি আসনে। আলাদাভাবে কংগ্রেস মনোনয়ন জমা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কংগ্রেসের ওই সংখ্যা ২। এদিন সুলকাপাড়ায় সিপিএমের কর্মীসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন দলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুর্মু, নাগরাকাটা এরিয়ায় কমিটির সম্পাদক সঞ্জীব বড়ুয়া, কৃষক সভার ব্লক কমিটির সম্পাদক নবিউল ইসলাম, সারা ভারত খেত মজুর ইউনিয়নের ব্লক সম্পাদক কৃষ্ণা ওরাওঁ প্রমুখ।