Exclusive

PM Narendra Modi | ৯ মার্চ গুচ্ছ কাজের শিলান্যাস, প্রধানমন্ত্রীর সফরে বাংলাকে বাড়তি গুরুত্বের ইঙ্গিত

সানি সরকার, শিলিগুড়ি: ইতিমধ্যে দক্ষিণবঙ্গে দু’দফায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ৬ মার্চ বারাসতে তাঁর সভা প্রায় নিশ্চিত। আর ৯ মার্চ কাওয়াখালিতে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের (Expansion) কাজের সূচনার পাশাপাশি রেল এবং সড়ক প্রকল্পের শিলান্যাস এবং নতুন কিছু প্রকল্প ঘোষণা করবেন তিনি। ফলে মার্চের প্রথম সপ্তাহে তাঁর তিনবার বঙ্গ সফর নিয়ে কৌতূহলের শেষ নেই বাংলার রাজনীতিতে। সরকারি প্রকল্পের আড়ালে কেন্দ্রের ক্ষমতায় থাকার ক্ষেত্রে যে উত্তরবঙ্গে বিশেষ নজর রয়েছে বিজেপির, তা মোদির চটজলদি এমন সফরে স্পষ্ট। এদিকে, ওই সভা ঘিরে বিজেপির তৎপরতা তুঙ্গে।

সভার জন্য সোমবার কাওয়াখালির মাঠ পরিদর্শন করেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি এবং প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওইদিন প্রধানমন্ত্রী প্রথমে সরকারি প্রকল্পে যোগ দেবেন এবং পরে রাজনৈতিক সভায় ভাষণ দেবেন। এর জন্য কাওয়াখালির মাঠে দুটি মঞ্চ তৈরির পরিকল্পনা রয়েছে।

দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজু বিস্ট বলেন, ‘সমস্ত প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। ৯ মার্চ কাওয়াখালিতে ঐতিহাসিক সভা হবে।’

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে ফের বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ঘনঘন সফরে স্পষ্ট, এককভাবে ৩৭০ লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে বাংলাকে এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেকারণেই বারাসতের সভার তিনদিনের মাথায় শিলিগুড়িতে আসছেন মোদি। যদিও প্রথমে ঠিক হয়েছিল তিনি ৩ মার্চ বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজের সূচনা করবেন। কিন্তু সন্দেশখালির মতো ইস্যু হঠাৎ চলে আসায় দক্ষিণবঙ্গে নজর ঘোরাতে হয় বিজেপিকে। এবার নজর উত্তরে। কাওয়াখালির সভাটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জন্য। পরবর্তীতে উত্তরবঙ্গের বাকি জেলায় বেশ কয়েকটি সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের কথায়, ‘উত্তরবঙ্গের বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ নতুন দিশা দেখবে। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস তাঁর হাতে হবে।’

বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত ধরে ৯ মার্চ রাঙ্গাপানির রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ, ফুলবাড়ি সীমান্ত থেকে শিলিগুড়ি পর্যন্ত ১২  কিলোমিটার ফোর লেন রাস্তার কাজের সূচনা হবে বলে জানা গিয়েছে। পাহাড়ের ১১টি জনজাতিকে উপজাতি স্বীকৃতি দেওয়ার বিষয়টি সম্পর্কে মোদি কিছু ঘোষণা করতে পারেন বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

 দার্জিলিং সাংগঠনিক জেলা সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী যখন আসছেন, তখন পাহাড়ের জন্য কিছু ভালো খবর তো থাকবেই।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Siliguri | রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন, যা হল তারপর…

শিলিগুড়ি: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন (Fire)। শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার শক্তিগড়…

11 mins ago

HS Result 2024 | বিরল রোগে বেঁকে গিয়েছে মেরুদণ্ড, হার না মেনে উচ্চমাধ্যমিকের ফলে নজর কাড়ল বালুরঘাটের জয়দীপ

বালুরঘাট: বেঁকে যাওয়া মেরুদণ্ডকে সঙ্গী করে উচ্চমাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে তাক লাগাল বালুরঘাটের জয়দীপ সামন্ত।…

12 mins ago

Cattle smuggling case | কিশনগঞ্জে সক্রিয় গোরু পাচারচক্র, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি

 কিশনগঞ্জ: কিশনগঞ্জে (Kishanganj) সক্রিয় গোরু পাচারচক্র (Cattle smuggling case)। বুধবার রাতে ঠাকুরগঞ্জের হাসপাতাল মোড়ের কাছে…

42 mins ago

Adrit-Kaushambi Marriage | লক্ষ্মীবারে চার হাত এক হচ্ছে আদৃত-কৌশাম্বীর, প্রকাশ্যে হবু বরের গায়ে হলুদের ছবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। লক্ষ্মীবারে চার হাত এক হতে চলেছে ছোট পর্দার…

55 mins ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে হাতছাড়া স্টার, ‘মুখ দেখাতে পারছি না’ বলে ঘর ছাড়ল ছাত্রী!

বালুরঘাট: মাত্র ৬ নম্বরের জন্য উচ্চমাধ্যমিকে স্টার পাওয়া হয়নি। আশানুরুপ ফল না হওয়ায় বুধবার রেজাল্ট…

1 hour ago

HS Result 2024 | সংসারে অভাব নিত্যসঙ্গী, দরিদ্রতাকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল গাজোলের দীপের

গাজোল: অষ্টম শ্রেণিতে পড়ার সময় মৃত্যু হয় বাবার। তারপর সংসারের হাল ধরেন বড় দিদি। টিউশন…

1 hour ago

This website uses cookies.