Monday, May 13, 2024
HomeBreaking News১৪৪ ধারার মধ্যে কিভাবে ধর্না? চিঠি দিয়ে মুখ্যসচিবের জবাব তলব রাজ্যপালের

১৪৪ ধারার মধ্যে কিভাবে ধর্না? চিঠি দিয়ে মুখ্যসচিবের জবাব তলব রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্ণায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্ণার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কার অনুমতিতে তৃণমূলের ধর্ণা চলছে তা জানতে রাজ্যের মুখ্যসচীবের কৈফিয়ত তলব করল রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজভবন থেকে চিঠি গেল মুখ্যসচীবের দপ্তরে।

দার্জিলিং সফর শেষ করে রবিবার বিকেলেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার দার্জিলিংয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মহুয়া মৈত্র। তাঁদের রাজ্যপাল আশ্বাস দিয়েছিন, কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করবেন তিনি। এর মাঝেই রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। তৃণমূলের ধর্ণা নিয়ে কলকাতা ফেরার আগেই রাজভবনের তরফে একটি চিঠি গেল মুখ্যসচিবের কাছে। সেখানে তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়ে তোলা হয়েছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে, আইনের একাধিক ধারা তুলে রাজভবনের পাঠানো চিঠিতে মুখ্যসচীবের কাছে জানতে চাওয়া হয়েছে, রাজভবনের সামনে তৃণমূলকে ধর্না করার অনুমতি কে দিল? যেহেতু রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে, তাই সেখানে কীভাবে ধর্না মঞ্চ বাঁধল তৃণমূল? এইসব প্রশ্নের জবাব মুখ্যসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। রাজভবন চিঠিতে আরও উল্লেখ করেছে, ধর্না মঞ্চ সরাতে রাজ্য প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে? এখানে কি কোনও আইন ভাঙা হয়েছে? সবকিছুই অবিলম্বে রাজভবনকে জানাতে বলা হয়েছে।

এদিকে, রাজভবনের সামনে তৃণমূলের বিক্ষোভ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন যে, রাজ্যপাল যদি সোমবারের মধ্যে এই ধর্না নিয়ে কোনও ব্যবস্থা না নেন, তবে তাঁরাও রাজভবন অভিযান করবেন। দেখা গেল, বিজেপির এই হুঁশিয়ারির মধ্যেই রাজভবন চিঠি দিল মুখ্যসচিবকে। এই প্রসঙ্গে তৃণমূলের একাংশের বক্তব্য, এতদিন তো রাজ্যপাল এই ধর্না কর্মসূচি নিয়ে কিছু বলেলনি। শুভেন্দু-সুকান্তর কথার পরই তিনি চিঠি লিখলেন। বোঝাই যাচ্ছে বিজেপির কথাতেই চলছেন রাজ্যপাল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ভোট বেহাতের আশঙ্কাই কি সত্য হবে

0
রন্তিদেব সেনগুপ্ত গত সপ্তাহে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় প্রকাশিত এক নিবন্ধে শিহরিত এবং বিস্মিত হওয়ার মতো একটি ঘটনার উল্লেখ আছে। ঘটনাটি তৃতীয় দফার ভোটের। ভোটগ্রহণের...

0
ঘিঞ্জি দার্জিলিং ছেড়ে পর্যটকদের গন্তব্য কালিম্পং স্বস্তি দিচ্ছে ‘অফবিট’ স্পট ভাস্কর বাগচী, কালিম্পং, ১২ মে : দার্জিলিংয়ের মতো কালিম্পং শহরও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বরাবর।...

উত্তরাধিকারহীন উত্তরবঙ্গের জন্য যন্ত্রণা 

0
ছোটবেলায় একটা গর্ব ছিল সেটা মাঝে মাঝেই অনেককে বলতাম। জানিস তো সমরেশ মজুমদার আমাদের স্কুলে পড়তেন...। অনেকটা বড় হওয়ার পরেও সেটা প্রায় সুযোগ পেলেই...

বিভাজনের রাজনীতি ও আত্মধ্বংস

0
সুপর্ণ পাঠক এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডানদিকে ঘুরতেই শুরু কংক্রিটের কার্পেট। একদিকে হাইওয়ে আর তার পাশ ঘেঁষে হাইরাইজ। তার পর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকা...

Uttar Pradesh | গান্ধি ও ‘বাবা’র দ্বন্দ্বে বঞ্চিত রায়বরেলি

0
রূপায়ণ ভট্টাচার্য, রায়বরেলি:  ফিরোজ গান্ধির নামে কলেজটা একেবারে শহরের মাঝখানে। তার গায়ে ফিরোজ গান্ধি ক্যান্টিন। ওখান থেকে চার কিলোমিটার দূরে লখনউ যাওয়ার পথে ফিরোজ...

Most Popular