Tuesday, May 14, 2024
HomeExclusiveBirth-Certificate | জন্ম-সার্টিফিকেট নিতে দিতে হচ্ছে টাকা, কাঠগড়ায় দিনহাটা হাসপাতাল

Birth-Certificate | জন্ম-সার্টিফিকেট নিতে দিতে হচ্ছে টাকা, কাঠগড়ায় দিনহাটা হাসপাতাল

রাজ্য সরকারের কোনও হাসাপাতাল থেকে এই পরিষেবার বিনিময়ে টাকা নেওয়ার কথা নয়। তা সত্ত্বেও এই হাসপাতালের রোগী সহায়তাকেন্দ্র থেকে এভাবে টাকা নেওয়ায় বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে।

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে শিশুদের জন্ম-সার্টিফিকেট (Birth-Certificate) নিতে হলে তার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে। সাধারণত ৫০ টাকা নেওয়া হলেও কারও কারও কাছ থেকে ১০০ টাকা করেও নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কোনও হাসাপাতাল থেকে এই পরিষেবার বিনিময়ে টাকা নেওয়ার কথা নয়। তা সত্ত্বেও এই হাসপাতালের রোগী সহায়তাকেন্দ্র থেকে এভাবে টাকা নেওয়ায় বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এই এলাকারই বাসিন্দা। তিনি এই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। ফলে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মণ্ডল বলেন, ‘এমন কিছু হচ্ছে বলে রোগীর পরিজনদের তরফে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এমন কিছু ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ খোঁজ নিয়ে দেখা হবে বলে উদয়নও আশ্বাস দিয়েছেন।

রোগীদের (Patients) সহায়তার জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী সহায়তাকেন্দ্র খোলা হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালেও এমন কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে কর্মরত কর্মীদের বিরুদ্ধেই শিশুর জন্ম শংসাপত্রের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সিতাইয়ের বাসিন্দা আলমগির মিয়াঁ সন্তানের জন্ম-সার্টিফিকেটের জন্য এই কেন্দ্রে আবেদনপত্র জমা দেন। সেই সময় তাঁর কাছ থেকে ৫০ টাকা নেওয়া হয়। বদলে কোনও রসিদও দেওয়া হয়নি। কী কারণে টাকা দিলেন বলে প্রশ্ন করা হলে আলমগির বললেন, ‘ওই কর্মী টাকা চাইলেন, তাই দিয়ে দিলাম।’ ভুক্তভোগীরা জানিয়েছেন, শুধু যে আবেদনের সময়ই টাকা নেওয়া হচ্ছে তা নয়, কেন্দ্রটি থেকে আবেদনকারীদের হাতে জন্ম–সার্টিফিকেট তুলে দেওয়ার সময়ও একইভাবে ৫০ টাকা বা ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই টাকা নেওয়ার বিষয়টি যে কোনও অভিযোগ নয় তা এই কেন্দ্রে কর্মরত এক কর্মীই জানিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা টাকা নিই তো। তবে এই টাকার জন্য আমরা কাউকেই কোনও চাপ দিই না। চা খাওয়ার জন্য রোগীর পরিজনরা খুশি হয়ে আমাদের এই টাকা দেন। কেউ ২০ টাকা, কেউবা ৫০ টাকা দেন।’ রোজ এভাবে এই কেন্দ্রটির কর্মীরা গড়ে প্রায় এক হাজার টাকা রোজগার করছেন।

এই কেন্দ্রটিতে যাঁরা কর্মরত রয়েছেন, রাজ্য সরকারের তরফে তাঁদের বেতন দেওয়া হয়। সংশ্লিষ্ট একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে যায়। তা সত্ত্বেও ওই কর্মীরা এভাবে টাকা আদায় শুরু করায় ক্ষোভ ছড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বয়েজ রিক্রিয়েশন ক্লাব এই কেন্দ্রটির সঙ্গে যুক্ত রয়েছে। ক্লাবের সম্পাদক অর্ঘ্যকমল সরকার বলেন, ‘আমরা মাঝেমধ্যে এই কেন্দ্রটিতে পর্যবেক্ষণ করি। এমন কোনও ঘটনা ঘটছে বলে আমাদের নজরে আসেনি। তবে কেউ যদি খুশি হয়ে কাউকে কিছু দেন তবে আমরা কীই বা করতে পারি!’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল...

0
গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী দলের পাশাপাশি পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ট্রাক...

Child death | খেলতে গিয়ে জলের পাইপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

0
চোপড়া: সম্প্রতি জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত একটি পাইপ খনন করা হয়। পাইপ পাতার সেই গর্তে পড়ে মৃত্যু হল এক শিশুর (Child death)। চোপড়া...

Most Popular