Friday, June 14, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গTmc | ভোটের মুখে তৃণমূলে ক্ষোভ মেটাতে অপসারিত ব্লক সভাপতিদের জেলা কমিটিতে...

Tmc | ভোটের মুখে তৃণমূলে ক্ষোভ মেটাতে অপসারিত ব্লক সভাপতিদের জেলা কমিটিতে ঠাঁই

লোকসভা ভোটের মুখে দলে ক্ষোভ-বিক্ষোভ মেটাতে তৃণমূলের অপসারিত ব্লক সভাপতিদের নয়া পদ দিয়ে ফিরিয়ে আনা হল।

পূর্ণেন্দু সরকার: জলপাইগুড়ি : লোকসভা ভোটের মুখে দলে ক্ষোভ-বিক্ষোভ মেটাতে তৃণমূলের অপসারিত ব্লক সভাপতিদের নয়া পদ দিয়ে ফিরিয়ে আনা হল। অপসারিত ব্লক সভাপতিদের দলের জেলা কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে এই অপসারণ ঘিরে তৃণমূলের ব্লক সভাপতিদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হচ্ছিল। এর প্রভাবে আসন্ন নির্বাচনে পড়লে সংশ্লিষ্ট বিধানসভায় সংগঠন দুর্বল হতে পারে, এই আশঙ্কায় জলপাইগুড়ির প্রাক্তন পাঁচ ব্লক সভাপতিকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
জেলার ডাবগ্রাম-ফুলবাড়ির সুধা চট্টোপাধ্যায় ও ধূপগুড়ির দীপু রায়কে জেলা সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে। জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে জলপাইগুড়ি সদর-১ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তরুণ বসু বিশ্বাস, মেটেলির জোশেফ মুন্ডা ও নাগরাকাটার সঞ্জয় কুজুরকে। সম্প্রতি দলের রাজ্য কমিটির নির্দেশে এঁদের অপসারণ করা হয়েছিল। তার পর থেকেই জলপাইগুড়ি, ধূপগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়িতে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছিল। মেটেলিতে গত পঞ্চায়েত নির্বাচনে নিজের স্ত্রীকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করানোর অভিযোগ ছিল জোশেফ মুন্ডার বিরুদ্ধে। নাগরাকাটার প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় কুজুর এবার পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ায় বিদায়ি কমিটির সহ সভাপতি কাজি পান্ডেকেই ব্লক সভাপতি করা হয়।
ইতিমধ্যে নতুন ব্লক সভাপতিদের নাম ঘোষিত হয়েছে। কিন্তু অন্যান্য শাখা সংগঠনগুলির ব্লক ও জেলা পর্যায়ের নেতৃত্বের নাম এখনও ঘোষণা হয়নি। তৈরি হয়নি দলের পূর্ণাঙ্গ জেলা কমিটিও। পুরোনো কমিটিই সাংগঠনিক কাজ সামলাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে পুরোনো কমিটির নেতাদের সরিয়ে দিলে সংগঠনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই, যাঁদের রাজ্য কমিটি অপসারিত করেছে তাঁরা যাতে কোনওভাবেই সংগঠনকে দুর্বল করতে না পারেন সেজন্যই তাঁদের জেলা কমিটিতে ফিরিয়ে আনা হল বলে ওয়াকিবহাল মহলের দাবি। শুধুমাত্র দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ ও চেয়ারম্যান খগেশ্বর রায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, পদাধিকার বলে সমস্ত ব্লক সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, বিধায়ক, সাংসদ, অন্য জনপ্রতিনিধিরাও জেলা কমিটির সদস্য হন। কিন্তু কিছু ক্ষেত্রে বিদায়ি ব্লক বা জেলা অথবা অন্য শাখা সংগঠনের সভাপতিদের জেলা কমিটিতে গুরুত্ব বুঝে নিয়ে আসা হয়।
এপ্রসঙ্গে জোশেফ মুন্ডা ও তরুণ বসু বিশ্বাস জানান, দলের সঙ্গেই আছি। দল জেলা কমিটিতে নিয়ে যাওয়ায় আরও দায়িত্ব বাড়ল বলে তাঁদের দাবি। পাঁচ অপসারিত নেতাকে জেলা কমিটিতে নিয়ে আসার ঘোষণাপত্রে শনিবার দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান স্বাক্ষর করেন। পরে মহুয়া গোপ জানান, সামনেই লোকসভা নির্বাচন। কেউ দায়িত্ব থেকে সরে গেলে মন খারাপের বিষয় নেই। নতুন ব্লক সভাপতিদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। দল যে সবাইকে সম্মান দেয়, প্রাক্তন পাঁচ জেলা সভাপতিকে জেলা কমিটিতে নিয়ে আসাই তার সবচেয়ে বড় প্রমাণ।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Flood | ক্রমশ অবনতি হচ্ছে ক্রান্তির বন্যা পরিস্থিতি, ব্যাহত জনজীবন

0
ক্রান্তি: বন্যা(Flood) পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে ক্রান্তি(Kranti) ব্লকের চাপাডাঙ্গা ও চাংমারি গ্রামপাঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার থেকেই তিস্তার জল বাড়ায় চাংমারি ও চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের...

Soham Chakraborty | সোহমের রেস্তোরাঁকাণ্ডের তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগই, নির্দেশ আদালতের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা তথা তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগের তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা...

স্বাস্থ্যের কথা ভেবে ডেজার্ট এড়িয়ে চলেন? খেতে পারেন গ্লুটেন ফ্রি চকো ম্যুজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডেজার্টে থাকে প্রচুর ক্যালোরি। সাধারণত চকোলেট, ক্রিম ও চিনি দিয়ে তৈরি পেস্ট্রি হোক বা ম্যুজ বা অন্য কোনও ডেজার্টে প্রচুর...

By Election 2024 | উপনির্বাচনে প্রার্থী মমতার কন্যা, রাজনীতিতে প্রবেশ নিয়ে কী জানালেন তিনি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে আসন্ন উপনির্বাচন (By Election 2024)। শুক্রবার  চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তৃণমূল (TMC) শিবির সূত্রে। দেখা...

Karan Johar | বিনা অনুমতিতে ছবিতে নাম ব্যবহার, আদালতের দ্বারস্থ করণ জোহর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহরের(Karan Johar) অনুমতি ছাড়াই একটি ছবিতে তাঁর নাম ব্যবহার করা হয়েছে। আর তাতেই বেজায় চটে...

Most Popular