Wednesday, May 22, 2024
HomeBreaking Newsশাসকদল ক্ষুব্ধ রাজ্যপালের আচরণে, বিধানসভায় আনতে পারে প্রস্তাব

শাসকদল ক্ষুব্ধ রাজ্যপালের আচরণে, বিধানসভায় আনতে পারে প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সুত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যপালের আচরণ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে পারে রাজ্য। শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্যপালের সংঘাত কোন পর্যায়ে পৌঁছয় এখন সেটাই দেখার।

শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের একতরফা সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় তার বিরুদ্ধে প্রস্তাব আনা যায় কি না তা খতিয়ে দেখছে রাজ্য। এই বিষয় নিয়ে এখনই সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল পরিষদীয় দলকে মুখ খুলতে বারণ করেছে দল। তবে গত জুলাই মাসেই বাদল অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চেয়েছিল তৃণমূল পরিষদীয় দল।কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তা স্থগিত হয়ে যায়। কিন্তু বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি তৈরি হয়েছে বোসের জন্য তা কিছুতেই মানতে পারছে শাসকদল। তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য বলেই মনে করা হচ্ছে।

সাংবিধানিক ভাবে যেহেতু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল তাই শিক্ষা দপ্তরের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে হয় তাকে। কিন্তু রিপোর্ট বলছে গত ফেব্রুয়ারি মাসের পর থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে রাজ্যপাল কোন কথাই বলেননি।

শিক্ষা দপ্তরকে না জানিয়ে আজ ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল বোস।কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও অন্তর্বর্তী উপাচার্য মনোনয়ন করেছেন তিনি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিযুক্ত করেছেন রাজ্যপাল। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের দাবাং মনোভাব মেনে নিতে না পারার জন্য রাজভবনের সঙ্গে ক্রমশ নবান্নের দূরত্ব বেড়েছে।

উল্লেখ্য, জগদীপ ধনকর জমানাতে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে উপাচার্য পদে বসানোর বিল পাশ করেছিল রাজ্য সরকার। ধনকর সেই বিলে সই না করেই দেশের উপরাষ্ট্রপতি পদে চলে যান।এরপর অস্থায়ী রাজ্যপাল লা গণেশনও সেই বিলে সই করেননি। সবকিছুকে ছাপিয়ে গেছে বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত। তবে প্রশ্ন উঠছে এমন প্রস্তাব বিধানসভায় আনলে বিজেপি পরিষদীয় দল কি করবে? এর উত্তরে তারা বলেন, আমরা আমাদের অবস্থান জানিয়ে দেব।তবে রাজ্যপাল ইস্যুতে রাজ্যবাসির নজর থাকবে বৃহস্পতিবারে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | ভরসন্ধ্যায় চুরি মধ্য শান্তিনগরে, জানালার গ্রিল খুলে টাকা ও সোনা-গয়না নিয়ে চম্পট...

0
শিলিগুড়িঃ মঙ্গলবার সন্ধ্যে রাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটলো আশিঘর ফাঁড়ির মধ্যশান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন রাত সাড়ে সাতটা-সাড়ে আটটার মধ্যে ঘটনাটি ঘটেছে। বাড়িতে...

Cyclone Remal Prediction | ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর পথের কাঁটা মৌসুমী বায়ু! কী বলছে হাওয়া...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা নিয়ে জোর চর্চা চলছে। যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে...

IPL-2024 | ব্যাটে-বলে নাস্তানাবুদ হায়দরাবাদ, ৮ উইকেটে জিতে আইপিএলের ফাইনালে কেকেআর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট...

Ramkrishna Mission | মিশনে হামলায় সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! বিতর্কে পুলিশ

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করল পুলিশ। হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে...

BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

0
শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে...

Most Popular