মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ওয়েটিং লিস্টের জমানা শেষ! যাত্রী সুবিধার্থে আরও নতুন ৩ হাজার ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওয়েটিং লিস্টের জমানা শেষ। এবার ট্রেনে উঠলেই নিশ্চিতভাবে মিলবে বসার আসন! এমনই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীদের সুবিধার্থে আরও নতুন ৩ হাজার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর জন্য রেলের ঘর থেকে ব্যয় হবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। এই ট্রেন গুলি চালু হলে আর ওয়েটিং লিস্ট বলে কিছু থাকবে না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রত্যেক রেলযাত্রীর আসন সুনিশ্চিত করতেই অতিরিক্ত আরও ৩ হাজার ট্রেন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ৩ হাজার ট্রেন কেনার জন্য রেলের ব্যয় হবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। ধাপে ধাপে এই ট্রেন নামানো হবে। রেলসূত্রে খবর, নিত্যদিন বাড়ছে রেলযাত্রীর সংখ্যা। ২ কোটির বেশি যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। বিভিন্ন উৎসবের মরসুমে টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। দুরপাল্লার ট্রেনগুলিতে অনেক সময়ই নির্দিষ্ট দিনে গন্তব্যে পৌঁছনের টিকিট মেলে না। ফলে ওয়েটিং লিস্টে নাম থাকলেও আসন সংরক্ষিত না হলেই যাত্রীরা টিকিট ক্যান্সেল করেন। রেলের দাবি, নতুন তিন হাজার ট্রেন চলে এলে আসনের সমস্যা আর থাকবে না। ফলে অতীত হয়ে যাবে ‘ওয়েটিং লিস্ট’। রেল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেশে প্রতিদিন ১০ হাজার ৭৫৪টি ট্রেন চলে।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sukanta Majumdar | ‘আপাতত এটাই বঙ্গ বিজেপির দপ্তর’, সুকান্তর বাড়িতে ফুলের তোড়া হাতে শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভুমিকা...

Hathras | প্রলোভন দেখিয়ে ছাত্রীদের লাগাতার যৌন নির্যাতন! গোপন চিঠিতেই ফাঁস অধ্যাপকের কীর্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলেজের এক অধ্যাপক অশালীন আচরণ...

Auroville | অরোভিলে হতেই পারে নির্মাণ, সুপ্রিম রায়ে উন্নয়নের পথে ‘মানব ঐক্যে’র শহর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আন্তর্জাতিক সাংস্কৃতিক শহর’ তথা মানব...

Tulsi Gabbard | বাংলাদেশে হিন্দু নিপীড়নে উদ্বিগ্ন আমেরিকা! ভারতে এসে মন্তব্য মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর...