উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে ঝগড়ার মাশুল গুণতে হল প্রেমিকাকে। সামান্য বচসার জেরে প্রেমিকার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল চালককে। তার জেরেই পা ভেঙে গিয়েছে প্রেমিকার। পাশাপাশি প্রেমিকের মারধরে শরীরের একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, প্রেমিক আমলা-পুত্র বলে অভিযোগ নিতে রাজি হয়নি পুলিশ। তাই অবশেষে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন।
জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিকের নাম অশ্বজিৎ গায়কোয়াড়। তাঁর বাবা অনিল গায়কোয়াড় মহারাষ্ট্র সরকারের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। প্রেমিকা প্রিয়া সিং গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি জানান, গত ১১ ডিসেম্বর ভোর ৪টের সময় প্রেমিক তাঁকে নিজের বাড়ির অনুষ্ঠানে ডেকে পাঠান। কিন্তু যুবক প্রথম থেকেই প্রিয়ার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন। এরপর অভিযুক্তের এক বন্ধু তাঁকে অপমান করেন। তার প্রতিবাদ করতে গেলেই যুবকের সঙ্গে প্রিয়ার ঝামেলা শুরু হয়। প্রেমিক তাঁকে বেধড়ক মারধর করে। পরে রাস্তায় ফেলে দিয়ে নিজের গাড়ির চালককে তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। গাড়ির চালকও তাই করেন। ৪ বছর ধরে সম্পর্কে থাকার পর তাঁর প্রেমিকের এই আচরণে বিস্মিত হয়ে যান প্রিয়া। প্রভাবশালীর ছেলে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।